শুক্রবার, ১৯ মে, ২০১৭

বৃষ্টি বিলাস - গান- সাইফুল ইসলাম মজুমদার

বৃষ্টির দিনে কাব্যময় বিকেল
তোমার সাথে গোধূলি বিলাস,
ভালবাসার তরী বেয়ে চলি দুজন
সীমানাহীন সাগর সাথে ওই নীল অাকাশ

হারিয়ে যাবো বৃষ্টির জলের সাথে.....
এসোনা বন্ধু একসাথে........

দুই জীবন,  এক মোহনা
হোক এক গল্প দুজনার,
এসোনা ছুটে চলি একসাথে
যাতে নেই কোন ভয় হারাবার।

নানানানা নানা না না
হু হু হু হু হু

তুমিহীন অামি যে পাল ছেড়া তরী,
অন্ধকারে অালোক পিদিম তুমি,
বন্ধু তুমি শীতল হাওয়া,
চির উদ্দেল রাঙ্গাপরী।।

চলো ভেসে বেড়াই বৃষ্টির জলের সাথে.....
এসোনা বন্ধু একসাথে........

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন