সোমবার, ১ জুন, ২০২০

যাঁতাকল

যাঁতাকল
সাইফুল ইসলাম মজুমদার

পেশীবলের কল কৌশলে 
মানবতার যে বাঁচা দায়,
খেয়াল খুশির বাসনাতে
সত্য-সঠিক দৌঁড়ে পালায়?

হাঙ্গামা অার দাঙ্গামা তে
চোখে কানে লাগলো তালা,
দিব্য দৃষ্টি মেলে দেখি
করছে হেথা,বলছে হোথা 
জ্বালা জ্বালা অাগুন জ্বালা!

পথে ঘাটে রাজার হাটে
মুখোশ পরা জানোয়ার,
মানুষ বেশে নিত্য সেজে
হরদম করে কারবার।

এ ধার ভেঙে ও ধার গড়া 
নদীর যেমন নিত্য কাজ,
মাত্রা পেরিয়ে দমন-পীড়নে 
জাগিয়ে তোলে বিদ্রোহী বাঁজ। 

সঠিক সুবোধ পথের দেখা
সকল পথিক পায়না রে,
শুভ্র জ্ঞানী গুরুর শনে
সকল শিষ্য যায়না রে।

দেখ মৃত আগ্নেয়গিরি অাজ
ফুলছে, যত কঠিন পর্বত
পাহাড় অাজ দুলছে, 
তেড়ে এসে দে বসিয়ে 
ফিরতি মরন ঘা,
প্রতি ঘাতে দেখবি এক একটা
বদ্ধ দুয়ার খুলছে!!

অমানুষের যাঁতাকলে
পিষে মরার সময় শেষ,
উঠে দাঁড়া ওরে মড়া
কুঠার হাতে নাঙ্গা কেশ।

১ লা জুন, ২০২০
শ্রী বোররা, ফুলগাজী, ফেনী 

শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

বড়লোক-ছোটলোক

বড়লোক!!! 
আমি অনেক বড়লোক,আমার পকেটে টাকা নেই,তবু আমি অবৈধভাবে অন্যের কাছ থেকে টাকা নেই না।অবৈধভাবে অন্যের টাকার আশাও করিনা,কারন আমি বড়লোক!

ছোটলোক!!!
আমি অনেক ছোটলোক,আমার পকেট ভর্তি টাকা আছে,তবু আমি অন্যের কাছ থেকে অবৈধভাবে টাকা নেই।অবৈধভাবে অন্যের টাকার আশায় চেয়ে থাকি,কারণ আমি ছোটলোক!

মো:আকতারুজ্জামান রাজ
অম্বরালয়, বিলাসপুর ,গাজীপুর,বাংলাদেশ।
২৯/১১/২০১৯

বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

সলিল স্বপ্নে তুমি

সলিল স্বপ্নে তুমি
সাইফুল ইসলাম মজুমদার

সমস্ত সকালটা হলের রুমে ঘুমিয়ে কাটালাম,
দুয়েকবার জেগে জানালার ফাঁক গলে
বারান্দা পেরিয়ে বাইরে উঁকি দিয়েছিলাম,
বৃষ্টি হচ্ছে।
ঝড়-বাতাসও হয়েছে কিছুটা।
জানালার পাশে বারান্দায় রাখা হাসনাহেনা গাছের তাজা গন্ধ অনুভূতিটাকে
আরো নেশাময় করে তুলেছে!

জানোই তো, এখনো একলা জীবন।
তোমার স্পর্শ, কিংবা দর্শন আজো অধরা,
কল্পনায় ছবি।
কিন্তু বিশ্বাস করো, এমন বৃষ্টিভেজা সকালবেলায়,
কাঁথা মুড়ে তোমাকেও কিন্তু ভাবি!

হয়তোবা তুমিও কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
হতেও তো পারে কাল তোমার পরীক্ষা!
সকাল সকাল নাস্তা না করেই ছুটেছিলে,
লাইব্রেরীতে যাবে বলে।
অথছ, বৃষ্টিতে ভিজে একেবারে জবুথবু হয়ে পড়েছ!
জলে ভেজা শরীরেই দুপুর অব্দি পড়াশোনা করে শেষে,
ঠান্ডা বাধিয়ে হলে ফিরেছো।

আবার এমনটা হতেও মন্দ কী?
আজ তোমারও ছুটি!
কিন্তু একেবারে দুষ্টুমিতে ভরা মন যে তোমার,
হলের কাছেই কাঁঠালচাপা গাছটার নিছে গিয়ে দাড়ালে।
বৃষ্টিতে ভিজে, কয়টা হলুদ-সাদা ফুল কুড়ালে।
দুটো ফুল কানে গুঁজে দিয়ে, দু হাত মেলে
বর্ষণের ধারায় ভিজলে ইচ্ছেমত।

একটা কথা বলবো, লজ্জা পাবেনা তো?
তবে শোনো ,
আমি যদি ঠিক এমন মুহুর্তে তোমায় দেখতাম!
তবে তোমার খোলা চুল বেয়ে কি করে
নাঙ্গা গলা হতে জল পড়ে তা দেখে চোখ জুড়াতাম!!

জানোই তো, দুপুর অব্দি আধো ঘুম, আধো স্বপ্নে কাটিয়েছি।
তাই সকালে খাওয়া হয়নি আর।
বৃষ্টির উপস্থিতি প্রথম যখন টের পেয়েছিলাম,
খুব ইচ্ছে করেছিলো খিচুড়ি খেতে!
কিন্তু, একা ব্যাচেলর যে!!
তা কি আর ইচ্ছে হলেই পাওয়া যায়?

ভাবোতো, আচ্ছা যদি এমন হয়,
আজ ছুটির দিন, তোমার আমার সংসার।
তুমি পাশে থাকতে!
বৃষ্টির ঝাপ্টায় সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করেছ তুমি!
রান্না শেষে আমার মুখে পানির ঝাপ্টা মেরে ডাকতে।
বিশ্বাস করো,খিচুড়ির গরম ভাপের মতো তখন
যত শত অভিমান, শ্রান্তি উড়ে যেত বাষ্প হয়ে।

সন্ধায় ভারি বর্ষণ হতো,
তুমি আমি শীমের বিচি কিংবা ভূট্টা ভাজা খেতে খেতে
লুডু খেলতাম।
নতুবা আনাড়ি গলায়,
বৃষ্টির তালে তালে বারান্দায় দাঁড়িয়ে, পালা করে দু চারটা
কবিতা ও আবৃতি করে ফেলতাম!

জানি ঠিক আমার মতো করে এমন বর্ষামুখর দিনে তুমিও খুঁজেছো আমায়।
শূন্যতার দৃষ্টি নিয়ে তাকিয়েছিলে বর্ষণের ধারায়।
তবে শোনো , সন্ধের পর যখন মেঘ কেটে যাবে,
আকাশের পানে তাকিও।
খুঁজে নিও আমায় আকাশের প্রতিটা তারায় তারায় ।।

রুম- ৪০০৮,
কাজী নজরুল ইসলাম হল, ডুয়েট
০২/১০/২০১৯

(উৎসর্গ: সকল পাবলিকিয়ান সিঙ্গেল তরুন তরুনীদের)

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি

তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি
       সাইফুল ইসলাম মজুমদার

অামি প্রথম দেখাতেই তোমায় ভালোবাসিনি।
প্রতিদিন একটু একটু করে তোমায় দেখেছি, অার অাঁধটু অাঁধটু করে চিনেছি।
তোমার অধরের রঙের বদলে তার হাসির দিকে দেখেছি, তোমার বাকা ঠোঁট কে ভালোবেসেছি।
বিশ্বাস করো, ব্যাথা পেয়ে কুঁকিয়ে উঠা তোমার কুচকানো মুখ দেখে হাসিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

তোমার চোখের কালো কাজল খুজিনি কখনো,
দুষ্টুমিতে ভরা চোখের ভাষা বুঝতে চেয়েছি শুধু।
বিশ্বাস করো, কখনো তোমার চৌকোনা করে কাটা ভ্রমর খুজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

রঙমাখা চেহারার রুপের অাগুনে পুড়িনি কখনো অামি,
খুবই সাধারণ তুমি, অামার কাছে অনেক বেশী দামী।
রুপের জ্বালা কয়দিন থাকে অামায় বলতে পারো ?
রাতের অাধারের ঘুমন্ত তোমায় লাগবে অামার ভালো।
একদিনের এক দ্বিপ্রহরে তোমার রুপে অামি পাগল হইনি।
জেনে রেখো তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

বাতাশে ভেসে বেড়ানো তোমার এলোচুলে মুগ্ধ হয়েছি,
দূর হতে তাকিয়ে তাতে  স্নিগ্ধতা খুঁজেছি।
তেলে মাখা খোপা করা ঘোছানো চুল তো কখনো খুঁজিনি!
বিশ্বাস কর প্রেয়সী তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

কভু তাকাইনি লোভাতুর দৃষ্টিতে তোমার পুরু বুকে,
করিনি স্পর্শ তোমার কোমর প্রেমাবেগের সুখে।
ভাবিনিকো কখনো তোমার পেটে অাছে কিনা মেদ,
অামার দৃষ্টি করেনি কভু তোমার অাব্রু ভেদ।
মনের সোন্দর্য খুঁজেছি অামি জ্বালময়ী লাবন্য খুঁজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

রুপ জৌলুসে ঝলসানো প্রেম রুপের সাথেই শেষ হয়,
মনের সাথে মনের মিলন চিরকাল বেঁচে রয়।
তোমার অামার ভালোবাসা এতটা ঠুনকো নয়,
দু-চার দিনের শুকনো বাতাশে তা হয়ে যাবে ক্ষয়।
তোমার অামি মন খুঁজেছি, বহিরাবরণ খুজিনি।
মনে রেখো প্রিয়া তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।।

২০ই জুন, ২০১৯
জামালপুর কমিউটার ট্রেন

রবিবার, ২৬ মে, ২০১৯

বাংলাদেশের সাধারণ মানুষের দুর্ভোগ ও বঙ্গ -বসন্তের সম্ভাবনা

##বাংলাদেশের সাধারণ মানুষের দুর্ভোগ ও বঙ্গ -বসন্তের সম্ভাবনা##

অামি কোন ইতিহাসবিদ নই, নইবা কোন সাংবাদিক বা রাজনৈতিক।  দেশের বাকি ৭০ থেকে ৮০ শতাংশ সাধারণ মানুষের একজন।
যখন সাধারণ জনগনের অংশ হিসেবে নিজেকে দাবী করছি, সেহেতু সাধারণ জনগনের সুখ দুঃখ অামাকে নাড়া দেয় একজন সচেতন নাগরিক হিসেবে। অামাদের বাঙাল দেশের ৯৮% বাঙালী, এর মধ্যে ২% বিহারী, চট্রগ্রামের পাহাড়ী উপ-জাতী ও সমতলের সব মিলিয়ে ১৩ টি উপজাতী।
সমস্ত জনসংখ্যার ৭৮.৬% বসবাস করে গ্রামাঞ্চলে। গ্রামের মোট ৬০% জনগন এবং শহরের ১১% জনগন সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। অাজ এই কৃষির সাথে সম্পৃক্ত সমসাময়িক তিনটি ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি।
অামরা সাম্প্রতিক সময়গুলোতে দেখছি যে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা অাত্নহত্যা করছে, কৃষিকাজ বন্ধ করে দিচ্ছে এবং নিজের চাষকৃত ধানে অাগুন দিচ্ছে!! [১]  যে মানুষগুলো মাথার ঘাম জমিনে ফেলে টাটকা রোদ মাথায় নিয়ে সোনালী ধান ফলিয়েছে সে মানুষগুলো এমন ধ্বংসাত্নক কাজ কেন করলো বা করছে???

কারন অামরা সকলেই এতদিনে জেনে গেছি, সেটা হলো মূল্য। কারন তাদের কষ্টের মূল্য অামরা সারাদেশের বাকি মানুষরা দিচ্ছি না। তাদের ফলিত ধান কেটে বাড়িতে অানতে যে টাকা লাগবে সেটাই উঠানো যাবে না ধান বিক্রয় করার পর। বাকি রয়েছে মহাজনের ধারের টাকা পরিশোধের চাপ!! অাছে পরিবার নিয়ে বাছার চিন্তা!! অাপনাদের সভ্য সমাজের শিক্ষিত জনগন যেখানে সামান্য প্রেশার নিতে নাকানি চুবানি খায় সেখানে কৃষকদের ধানে অাগুন দেয়া দোষের কিছু নয়!! তারা নিজের হাড় ভেঙে অাপনাকে খাওয়ানোর ব্যাবস্থা করতে যাবে কেন??
অবাক করার বিষয়,  তারা সেটা বহু অাগে থেকেই করে অাসছে, কিন্তু এখন অার পারছেনা বলে ধানে অাগুন দিয়েছে৷ শহুরে অান্দোলন কারীদের মতো পরের সম্পদ ধ্বংস করে নয়, নিজের!!
অাজ এ লজ্জা কাদের? অামাদের, যারা অামরা নীতি নির্ধারন করি ও দেশ চালাই। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ একটি মহৎ কাজ করেছে, তাদের সকল কর্মীদের শারিরিক ভাবে দেশের কৃষকদের পাশে দাঁড়াতে বলেছে। এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ, কারন একজন ছাত্র যে, সে টাকা কিংবা ক্ষমতা দিয়ে সাহাজ্য করার সামর্থ রাখে না। শারিরিক ভাবে রাখতে পারে, সেটা একটি ছাত্র সংগঠন করেছে। এ নিয়ে প্রশ্ন তুললে অাপনার মানসিক সমস্যা অাছে!
কিন্তু ফিরে অাসি মূল কথায়,  কারন এটা কোন সমাধান ই নয়!! ছাত্ররা এখন ঈদের ছুটিতে নিজের ঘরে না থেকে না হয় পরের ধান কাটলো, কিন্তু তারা সারা বছর পরের কাজ করবে না৷  এটাই স্বাভাবিক!!  কিন্তু সারা বছর অামাদের ভাত খেতে হয় এবং কৃষকদের ও তা চাষ করতে হয়। অতএব দরকার স্থায়ী সমাধান!!

সমাধান করতে হলে প্রথমেই সমস্যা নিয়ে ভাবতে হবে, কি কারনে এমনটা হচ্ছে৷ ভোক্তারা ধান খায়না, খায় চাল। চালের দাম সময়ের সাথে সাথে বাড়লেও বাড়েনি ধানের দাম। তাহলে চাল ও ধানের মাঝে যে দামের পার্থক্য সেই টাকা টা যাচ্ছে কোথায়??
হ্যাঁ, সেটা যাচ্ছে মধ্যস্থ ব্যাবসায়ী দের হাতে। তারা চাল এবং ধানের মাঝে দামের সমবন্টনের বদল রেখে দিচ্ছে নিজেদের পকেটে। কিন্তু পকেট তো একা থাকবে না, তার সাফোর্ট দরকার। সেটা দিচ্ছে একটা বড় মাপের রাজনৈতিক মহল। অর্থাৎ,  সাধারন ভোক্তা এবং সাধারন কৃষকের সমস্ত দুরঅবস্থার জন্য দায়ী সেই মধ্যস্থ কমিউনিটি। এখন এই চরম সমস্যার সমাধান করতে হলে তাদের হাত ভেঙে দিতে হবে সঠিক ও কার্যকরী নীতির মাধ্যমে নয়তো একটা সময় সব জায়গায় সামঞ্জস্যতার অভাবে বাংলাদেশ অার দেশ থাকবেনা, হয়ে যাবে মৃত্যুপুরি। অার সে মৃত্যুপথের যাত্রি হতে হবে সবাইকে,  এমনকি যারা এখন এই অবস্থার জন্য দায়ী তারাও!!

অারেকটা ব্যাপার দুদিন ধরে সংবাদপত্রে দেখছি, যে টাকার অভাবে এক পিতা তার সন্তানদের হত্যা করেছে। এবং নিজেই বলেছে যে অামি ই হত্যা করেছি!! [২]
কি সাংঘাতিক ব্যাপার!! 

তৃতীয় নাম্বার  ঘটনা, যশোরে ঈদের কাপড় না দিতে পেরে দুই সন্তান ও মা নিজে বিষ খেয়ে অাত্বহত্যা করেছে! [3]
এই ব্যাপারে যদি সেই মা কে ধিক্কার দিতে চান তবে অাগে অামাদের নিজেদের ধিক্কার দিতে হবে। কারন লজ্জা অামাদের অামরা অামাদের জনগনের জন্য নিরাপদ ও মৌলিক চাহিদার যোগান দিতে পারি নি!! পারছিনা!!

একবার ভেবে দেখেছেন দেশ কোথায় গিয়ে দাড়াচ্ছে? হ্যাঁ,  ওই যে মৃত্যুপুরীর কথা বল্লাম? তার ই বাস্তবায়ন শুরু হয়ে গেছে!
অতএব, এই বাংলাদেশে অারব বসন্ত শুরু করতে না চাইলে এখনি ব্যাবস্থা গ্রহনের অনুরোধ করছি দ্বায়ীত্বশীল দের। নইলে অাজ পিতা তার সন্তানকে হত্যা করেছে খাবার দিতে না পেরে কাল যে বঙ্গ-বসন্তের সূচনা করার জন্য কেউ নিজের গায়ে অাগুন দেবে না তার নিশ্চয়তা কি?

সাইফুল ইসলাম মজুমদার
যন্ত্রকৌশল ৩০ তম ব্যাচ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

ঘটনাসূত্রঃ
১. https://bit.ly/2woPlW6
২. https://bit.ly/2EyV2p1
৩. https://bit.ly/2MciFKw

তারিখঃ ২৮/০৫/২০১৯

বুধবার, ২২ মে, ২০১৯

রাগের ভাগ

ললাট ভরা নীলের রেখা
জমাট বাঁধা ঠোঁট,
এলোকেশের ভরা জোয়ারে
চোখ বেঁধেছে জোট।

অভিমানের ভরা মনে, কিসের এত রাগ?
ইচ্ছে হলে দিতে পার, অামায় একটু  ভাগ!! 😄

২২/০৫/২০১৯

শুক্রবার, ১৭ মে, ২০১৯

The Ways Of Think And Act

The way we walk is called the path, through which we go forward to gather new experiences. The way we think is called the mentality. There are two types of mentality exist, positive and negative.

The positive mentality refers to the attitude that is ready to accept into the mind thoughts, words, images and feelings that contribute to growth, success, and satisfactory outcome. It is a mental attitude that expects good and favorable results. Such thoughts supposed to anyone to think positively about himself or other people besides him. The positive thinkers always look for the solution of problems arise beside them, don’t bring the bad results at that instant when they face any unwanted or new context.

Alternatively, negative thinking is a mental attitude of anticipating the worst possible outcomes on situations, events, and circumstances. It is the ability of the mind to produce thoughts that are not deemed favorable to what the person wants. Whenever a challenge arises, a person with negative thinking pre-empts a negative outcome before it has even occurred or being acted upon. Pessimism is synonymous to negative thinking. The act of pessimism is also a state of mind that lets the individual view life in a negative manner. A negative mentality is referred to the state of someone’s mind that is not ready to welcome the new situation, don’t want to get challenged or always arise frustration when facing something unusual.

The positive or negative thinking also get struck suddenly on a photo or word come on someone’s sight. The matter is going to be focused here about the generation of positive or negative thinking in a person’s mind when he/she see a photo or word on any social media or in practical from the context he/she leading.

Every person who lives at their home or out of home for the purpose of job, study, living causes and in case of globalization. Now a day’s thousands of news portal are publishing millions of news around our social networks every day. Our online friends throughout our network sharing their thoughts from their survival about from the next door to the thousands of miles away with different words or hazardous images. So we have to face such a new scenario every day. All the information we get from several sources is not clear to us. The famous southeastern Asian Literature Novel prize owner Rabindranath Tagore said: “every squire mile of distance indicates minimum a word of a change in the culture of the people”. So the friends we get in real life and online are absolutely more than that distance hence every day we have to face different culture and different types of people with different types of thinking. Different kinds of words and image come in touch with our eye and mind that takes a bit time to make us think that what is that! At that time the personality of a person reveals that either is positive or negative.

When a man first sees an image an inner imagination automatically creates in his mind about the image. Let about the picture of a half-broken ship! At first sight, someone who never troubled through a ship in the ocean will think that alas!! The ship must have broken with any disorder of ocean or any wrong step of captain. I should never trouble with the ship in the future! At the same time, another group of people will think that oh my god! How beautiful the picture is, the artist is really brilliant and the picture has drawn with real thoughts. But the hidden information is that the picture was really an art piece where the artist tried to unveil the real scene of the ship accident happen. That may be about the Titanic!!

Hence what we get from this example? There are double meaning to two different types of people, one group be scared at their first look and another group thinks about the beauty and the skill of the artist! So, there we get to find the positive and negative mentality people who take the context either in a soluble way neither in a scared way.

Let’s see what happened in the case of words we hear or see on online, guess a friend of you started to say in front all of you with the word, Adolf Hitler………………...at that one of your Jewish friends shouted with slang on Hitler with anger before the speaker ended his sentence. But maybe the context was different, coz later your speaker friend cleared that he wanted to talk about the skill of a man who comes from Austria to Deutschland and had become the superpower of the attacking power army of world war 2. All the way the Hitler passed was not as smooth which can be the inspiration who want to rise from the worst family condition!
There is the difference between how you are taking any word or image at your first sight either positively or negatively.

Sometimes it is related to the act or react. When someone faces an act of others, most of the time they come reply with react. This indicates the mental stability of a person. The person who is stable in mentality, at first thinks what the act he is handling by others to him. The act he is facing maybe good or bad, either intentionally or unintentionally. If someone intentionally does a bad act in front of you and you also reply with the react, then there exists not any individual personality of you. Because you just acted like the doll against the intentional act of others and that person wanted to make you angry and wanted you to do according to his act. If someone does so, then it can easily determine that the man who reacted with others act does not hold any personal ideology.

But, if you don’t react instantly against others act and take time to think that what he wanted and what you should do from your ideology and the form the angel of positive mentality. Then, your any step will not consider as react. That also will be the act.

An example can be illustrated, let a paperboy supply you with the daily paper. And somehow the paperboy is angry on you and wanted to agitate you with anyhow. Once a day you were walking with your friend near to your house and the paperboy through the paper without stopping the cycle and without showing any honor. And you stayed silent, grasps the paper and put it in your post box to take home after a walk and continue walking with your friend. Your friend asked you that “why you didn’t say anything instead of keeping silent to the paperboy?”. At that time, you can reply your friend that, “I didn’t want to react to the behave of the paperboy, if I would react with a slang the paperboy maybe could win over me and become successful to make me angry against my good behave”. This is the point!! Where an act or react differ.

So, my ideology is to never react on a context or others behave, just act what you have to do instead of being angry. I tried this many times and from several months, put a note in front of my reading table with a quotation that, “Never react, always try to perform the best Act”.

Shaiful Islam Majumder
Student, Department of Mechanical Engineering
DUET, Gazipur