বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

সলিল স্বপ্নে তুমি

সলিল স্বপ্নে তুমি
সাইফুল ইসলাম মজুমদার

সমস্ত সকালটা হলের রুমে ঘুমিয়ে কাটালাম,
দুয়েকবার জেগে জানালার ফাঁক গলে
বারান্দা পেরিয়ে বাইরে উঁকি দিয়েছিলাম,
বৃষ্টি হচ্ছে।
ঝড়-বাতাসও হয়েছে কিছুটা।
জানালার পাশে বারান্দায় রাখা হাসনাহেনা গাছের তাজা গন্ধ অনুভূতিটাকে
আরো নেশাময় করে তুলেছে!

জানোই তো, এখনো একলা জীবন।
তোমার স্পর্শ, কিংবা দর্শন আজো অধরা,
কল্পনায় ছবি।
কিন্তু বিশ্বাস করো, এমন বৃষ্টিভেজা সকালবেলায়,
কাঁথা মুড়ে তোমাকেও কিন্তু ভাবি!

হয়তোবা তুমিও কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
হতেও তো পারে কাল তোমার পরীক্ষা!
সকাল সকাল নাস্তা না করেই ছুটেছিলে,
লাইব্রেরীতে যাবে বলে।
অথছ, বৃষ্টিতে ভিজে একেবারে জবুথবু হয়ে পড়েছ!
জলে ভেজা শরীরেই দুপুর অব্দি পড়াশোনা করে শেষে,
ঠান্ডা বাধিয়ে হলে ফিরেছো।

আবার এমনটা হতেও মন্দ কী?
আজ তোমারও ছুটি!
কিন্তু একেবারে দুষ্টুমিতে ভরা মন যে তোমার,
হলের কাছেই কাঁঠালচাপা গাছটার নিছে গিয়ে দাড়ালে।
বৃষ্টিতে ভিজে, কয়টা হলুদ-সাদা ফুল কুড়ালে।
দুটো ফুল কানে গুঁজে দিয়ে, দু হাত মেলে
বর্ষণের ধারায় ভিজলে ইচ্ছেমত।

একটা কথা বলবো, লজ্জা পাবেনা তো?
তবে শোনো ,
আমি যদি ঠিক এমন মুহুর্তে তোমায় দেখতাম!
তবে তোমার খোলা চুল বেয়ে কি করে
নাঙ্গা গলা হতে জল পড়ে তা দেখে চোখ জুড়াতাম!!

জানোই তো, দুপুর অব্দি আধো ঘুম, আধো স্বপ্নে কাটিয়েছি।
তাই সকালে খাওয়া হয়নি আর।
বৃষ্টির উপস্থিতি প্রথম যখন টের পেয়েছিলাম,
খুব ইচ্ছে করেছিলো খিচুড়ি খেতে!
কিন্তু, একা ব্যাচেলর যে!!
তা কি আর ইচ্ছে হলেই পাওয়া যায়?

ভাবোতো, আচ্ছা যদি এমন হয়,
আজ ছুটির দিন, তোমার আমার সংসার।
তুমি পাশে থাকতে!
বৃষ্টির ঝাপ্টায় সকাল সকাল উঠে খিচুড়ি রান্না করেছ তুমি!
রান্না শেষে আমার মুখে পানির ঝাপ্টা মেরে ডাকতে।
বিশ্বাস করো,খিচুড়ির গরম ভাপের মতো তখন
যত শত অভিমান, শ্রান্তি উড়ে যেত বাষ্প হয়ে।

সন্ধায় ভারি বর্ষণ হতো,
তুমি আমি শীমের বিচি কিংবা ভূট্টা ভাজা খেতে খেতে
লুডু খেলতাম।
নতুবা আনাড়ি গলায়,
বৃষ্টির তালে তালে বারান্দায় দাঁড়িয়ে, পালা করে দু চারটা
কবিতা ও আবৃতি করে ফেলতাম!

জানি ঠিক আমার মতো করে এমন বর্ষামুখর দিনে তুমিও খুঁজেছো আমায়।
শূন্যতার দৃষ্টি নিয়ে তাকিয়েছিলে বর্ষণের ধারায়।
তবে শোনো , সন্ধের পর যখন মেঘ কেটে যাবে,
আকাশের পানে তাকিও।
খুঁজে নিও আমায় আকাশের প্রতিটা তারায় তারায় ।।

রুম- ৪০০৮,
কাজী নজরুল ইসলাম হল, ডুয়েট
০২/১০/২০১৯

(উৎসর্গ: সকল পাবলিকিয়ান সিঙ্গেল তরুন তরুনীদের)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন