বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি

তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি
       সাইফুল ইসলাম মজুমদার

অামি প্রথম দেখাতেই তোমায় ভালোবাসিনি।
প্রতিদিন একটু একটু করে তোমায় দেখেছি, অার অাঁধটু অাঁধটু করে চিনেছি।
তোমার অধরের রঙের বদলে তার হাসির দিকে দেখেছি, তোমার বাকা ঠোঁট কে ভালোবেসেছি।
বিশ্বাস করো, ব্যাথা পেয়ে কুঁকিয়ে উঠা তোমার কুচকানো মুখ দেখে হাসিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

তোমার চোখের কালো কাজল খুজিনি কখনো,
দুষ্টুমিতে ভরা চোখের ভাষা বুঝতে চেয়েছি শুধু।
বিশ্বাস করো, কখনো তোমার চৌকোনা করে কাটা ভ্রমর খুজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

রঙমাখা চেহারার রুপের অাগুনে পুড়িনি কখনো অামি,
খুবই সাধারণ তুমি, অামার কাছে অনেক বেশী দামী।
রুপের জ্বালা কয়দিন থাকে অামায় বলতে পারো ?
রাতের অাধারের ঘুমন্ত তোমায় লাগবে অামার ভালো।
একদিনের এক দ্বিপ্রহরে তোমার রুপে অামি পাগল হইনি।
জেনে রেখো তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

বাতাশে ভেসে বেড়ানো তোমার এলোচুলে মুগ্ধ হয়েছি,
দূর হতে তাকিয়ে তাতে  স্নিগ্ধতা খুঁজেছি।
তেলে মাখা খোপা করা ঘোছানো চুল তো কখনো খুঁজিনি!
বিশ্বাস কর প্রেয়সী তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

কভু তাকাইনি লোভাতুর দৃষ্টিতে তোমার পুরু বুকে,
করিনি স্পর্শ তোমার কোমর প্রেমাবেগের সুখে।
ভাবিনিকো কখনো তোমার পেটে অাছে কিনা মেদ,
অামার দৃষ্টি করেনি কভু তোমার অাব্রু ভেদ।
মনের সোন্দর্য খুঁজেছি অামি জ্বালময়ী লাবন্য খুঁজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

রুপ জৌলুসে ঝলসানো প্রেম রুপের সাথেই শেষ হয়,
মনের সাথে মনের মিলন চিরকাল বেঁচে রয়।
তোমার অামার ভালোবাসা এতটা ঠুনকো নয়,
দু-চার দিনের শুকনো বাতাশে তা হয়ে যাবে ক্ষয়।
তোমার অামি মন খুঁজেছি, বহিরাবরণ খুজিনি।
মনে রেখো প্রিয়া তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।।

২০ই জুন, ২০১৯
জামালপুর কমিউটার ট্রেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন