যাঁতাকল
সাইফুল ইসলাম মজুমদার
পেশীবলের কল কৌশলে
মানবতার যে বাঁচা দায়,
খেয়াল খুশির বাসনাতে
সত্য-সঠিক দৌঁড়ে পালায়?
হাঙ্গামা অার দাঙ্গামা তে
চোখে কানে লাগলো তালা,
দিব্য দৃষ্টি মেলে দেখি
করছে হেথা,বলছে হোথা
জ্বালা জ্বালা অাগুন জ্বালা!
পথে ঘাটে রাজার হাটে
মুখোশ পরা জানোয়ার,
মানুষ বেশে নিত্য সেজে
হরদম করে কারবার।
এ ধার ভেঙে ও ধার গড়া
নদীর যেমন নিত্য কাজ,
মাত্রা পেরিয়ে দমন-পীড়নে
জাগিয়ে তোলে বিদ্রোহী বাঁজ।
সঠিক সুবোধ পথের দেখা
সকল পথিক পায়না রে,
শুভ্র জ্ঞানী গুরুর শনে
সকল শিষ্য যায়না রে।
দেখ মৃত আগ্নেয়গিরি অাজ
ফুলছে, যত কঠিন পর্বত
পাহাড় অাজ দুলছে,
তেড়ে এসে দে বসিয়ে
ফিরতি মরন ঘা,
প্রতি ঘাতে দেখবি এক একটা
বদ্ধ দুয়ার খুলছে!!
অমানুষের যাঁতাকলে
পিষে মরার সময় শেষ,
উঠে দাঁড়া ওরে মড়া
কুঠার হাতে নাঙ্গা কেশ।
১ লা জুন, ২০২০
শ্রী বোররা, ফুলগাজী, ফেনী
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন