" অাজ জন্মদিন তোমার "
সাইফুল ইসলাম মজুমদার
প্রভাতের প্রথম সূর্য কিরন,
তোমার নামে মাখলাম গায়,
তোমার পরশে সিক্ত হলাম,
শীতলা দিনের ভোর বেলায়!
এ প্রান অাজিকে ধন্য অামার,
ওগো অাজ জন্মদিন তোমার!!
এমনি দিনের প্রথম অালোয়
এসেছিলে তুমি ভবে,
প্রথম দিনের প্রথম কান্না তোমার,
হাসি হয়ে চিরকাল রবে!
সবার মুখের হাসি তুমি, এক চিলতে অাশা,
তোমার তরে রেখে গেলাম অাজ,
সাগরসম ভালবাসা!!
তোমার চোখে স্বপ্ন দেখে তোমার,
পিতা, মাতা, ভাই বন্ধু যত,
শুন এই পৃথিবী অাকাশ বাতাশ
তোমার সেবায় রত!!
তোমার সেবায় কন্যা ওরে
সুযোগ যেন হয় অামার,
ভুলোনা ওগো, অাজকে দিনে বলছি তোমায় নীলমনি,
কারন অাজ জন্মদিন তোমার!!
অাজকের এই দিনে,
সাগরের প্রথম ঢেউ হয়ে অাছড়ে পড়েছিলে এ ধরনীর বুকে,
অাজ অাব্দি অাছো লোনা জল হয়ে,
স্বজনের প্রেমোদ্দলীত চোখে।
একটু ঢেউ হয়ে তবে দোলা দাও
অামার প্রানে,
জীবনসাগরে তোমার সঙ্গী কর মোরে,
সাগরের মত করে নিস্তব্দ কিংবা উত্তাল বানে!
যেদিন এসেছিলে তুমি,
রহস্যভরা প্রেমময় কঠিন দুনিয়ায়,
তোমার অাগমনে হেসেছিল চাঁদ,
হেসেছিলো মেঘ ও অবেলায়!
জেনে রাখ প্রিয়া তুমি পেওনা ভয়,
সুখ কিংবা দু:খে এ ধরনী সদা তোমার সাথে রয়।
ভয় নেই! চলো তুম অাগুনের পথে,
তোমার স্পর্শে অগ্নি হবে জল।
যদি এগিয়ে যাও সত্যের পথে
তবে শুনে রাখ সাফল্য তব তোমার পদে করবে লুটে টলমল।
সফলতার গল্প লিখবো যদি সঙ্গে রাখ মোরে, যেওনা দূরে
অাজ এটুকু মোর রয়েছে চাওয়ার।
কারন, অাজ জন্ম দিন তোমার!!
লিখা: নেভেম্বর, ২০১৭
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন