তুমি আর আমি
নীলাঞ্জনা অধরা
তুমি বরং বিচ্ছিরি ভাবে স্নানহীন থেকো
তোমাকে আমি শ্রাবণ বৃষ্টিতে স্নান করিয়ে দেবো ।
তুমি আগাগোড়া নগ্ন থেকো
আমি তোমাকে কবিতার শাড়ি পড়াবো।
তুমি কিছুক্ষণ বাকহীন থেকো
আমি তোমার কাব্যিক মুখে
অক্ষরের প্রজাপতি উড়িয়ে দেবো।
তুমি বরং কিছু রাত নির্ঘুম থেকো,
আমি তোমাকে তৃষ্ণার চুমোয় চুমোয় মাদকতার ঘুম
পাড়িয়ে দেবো।
তুমি কদিন অভুক্ত থেকো
আমি তোমাকে একবিংশ সভ্যতার
মানচিত্র চিবিয়ে খেতে দেবো
তুমি ঘন অন্ধকারে থেকো
আমার ক্ষয়ে ক্ষয়ে যাওয়া জীবনের স্বপ্ন
দুপুরে বরং তোমাকে আমি
তীব্র কামনার রৌদ্রে দাহ করে নেবো।
তুমি বরং ভালোবাসাহীন হয়ে থেকো
আমি তোমার ভালোবাসার বিশ্বায়ন ঘটাবো ।
ভৌগলিক সীমা ছাড়িয়ে গ্রহান্তরে।
তুমি কেবলই স্বপ্নহীন হতাশায় থেকো
আমি তোমার অসহায় দুচোখে
বিরামহীন স্বপ্ন দেখাবো সম্ভাবনার্।
তুমি বরং বোধহীন থেকো চিরকাল
আমিই তোমার এলোমেলো বিবেকে
নন্দিত বোধের অভ্যুত্থান ঘটাবো ,
তোমাকে নিয়ে যাবো নব্যপৃথিবীর
অভিবাসন সংগ্রামের চূড়ান্ত প্রার্থনায় ,
তুমি শুধু পাশাপাশি থেকো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন