সুপ্রভাত
দুরন্ত_পথিক
সুপ্রভাত!
আজি পূর্ব গগনে দেখি সোনালি রবি,
স্নিগ্দ শিখা আমার গায়ে করিছে,
কোমল আঘাত
সুপ্রভাত!
আজ আর কেউ নেই চোঁখ রাঙ্গানোর
আজ আর নেই কোন ভয় হারানোর।
কেউ আর থাকবেনা পথ রোধ করে!
উঠবে নতুন সুর্য,শুরু হবে একটা নতুন
কলিমাহীন প্রাত!
সুপ্রভাত!
আজি দু চোঁখ আমার আলোয় ভরা
ক্ষুদিত উদর আজ খুশিতে উদ্দেল
নাসিকা শুকিছে মোন মাতানো গন্দ
আজি ভরা আমার পাত,
সুপ্রভাত!
আজ নেই আর কেউ মোরে শোষন করার,
নেই আর কেউ বাঁধা দেয়ার,
নেই আর কেউ রুখবার।
আমি দুরন্ত দুর্নিবার।
আমি আর সইবোনা কোন অপঘাত!
সুপ্রভাত!!
ওরা আমায় খেতে দেয়নি এতদিন
সামনে হাজার লোকের রক্তিম চিৎকারে
হৃদয় ছিল কম্পিত
তবুও,আমি বড়াতে পারিনি হাত
আজ আর কোন বাঁধা নেই,
নেই কোন প্রহারের ভয়
তাই সবাইকে জানাই,
সুপ্রভাত!!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন