মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

স্বপ্নের বাঁশি

স্বপ্নের বাঁশি
সালমান বৃশ্চিক

অবিনশ্বরের দানকৃত সময়ের
দিনগুলি বলি দিচ্ছিলাম দেহের এফোঁড়
ওফোঁড় করে,
নঠ-খঠে বীণ্
বাঁশি নিয়ে সুরেলা ভঙ্গিতে সুরের ঝড়
তুলে কাল কেঁউটের পিছনে ছুটেছিলাম।
চারিদিকে খুজেছি,
পৃথিবীর সবুজ জোঁছনালোকিত গাঁয়ের
ঝোঁপালো আঙ্গিনা থেকে শুরু
করে বিশ্বনাঁথের কমল বাগান,
কাল যমুনার পাড় থেকে সিন্ধুঁর কিনার।
সব সুরে-সুরে ঘুরে ফিরে এসে দেখি,
কাল কেঁউটে আমার কাধ আকড়ে ধরেছে॥

কি ভাববে এই
ভেবে আলতো করে নির্ভয়ে চোখ
বুজে ছোঁবলের জন্য অপেক্ষায় নত হলাম।
তুমি বিদীশার বিষাক্ত ফনা তুলে বিষ
চোখে আকড়ে ধরে একটা আচমকিত্ চুম্মন
একে দিয়ে পালালে,
আর ফিরে এলে না॥
সহস্র মহাকাল গত হলো,
আজো মনের
ঝাপি নিয়ে বসে আছি কৈলাশের কুলে,
তুমি ফিরে আসবে ভেবে দূরে ছুড়ে ফেলে দিয়েছি স্বপ্নের
বীণ্ বাঁশি॥

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন