মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

বোরখা পরি চল

বোরখা পরি চল
সোহেল রানা

ইভটিজিং-এর খপ্পরেতে
পড়ছে মেয়ের দল
কেমনে ঠ্যাকায় পায়না ভেবে
বলনা আমায় বল।

কেমনে বলি মা বোনেরা
পর্দা করে চলো
বললে আমায় বলবে তারা
কেমন কথা বলো।

পুরুষ ভয়ে নারীরা সব
পর্দা করে চলবে
পর্দা ছাড়া চললে কেনো
নানান কথা বলবে।

তার চেয়ে সব পুরুষেরা
মনটা করো ঠিক
দেখলে নারী রাস্তা ঘাটে
করবে কেনো ধিক।

এসব কথা বলবো কারে
বল না আমায় বল-
তার চেয়ে সব পুরুষ মিলে
বোরকা পরি চল।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন