মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

পথশিশু

পথশিশু
সজল মালাকার

আমিও তো চাই
লেখাপড়া করতে,
কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলে চাই যেতে;
আমিও হতে চাই মস্ত উকিল,
ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার!

আমিও তো চাই
একটুখানি স্নেহ-আদর ভালোবাসা,
আমারও তো আছে
মানুষ হওয়ার স্বপ্ন চোখে মনে আশা।
তবে কেন আমি বঞ্চিত?

ওদের সাথে কোন নিয়মে
এতো তফাৎ আমার দেখি?
ওরা যতনে অট্টালিকায় সুখে
আমি কোনো ফুটপাতে দুঃখে-
অনাদরে অবহেলায় পড়ে থাকি?

আমি চাই আমার অধিকার!
যা প্রয়োজন জীবনের জন্য;
চাই শিক্ষা, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান-
চাই ক্ষুধা মেটানোর অন্ন।

হে সভ্য সমাজ, মানবতার মুখোশধারী
আমায় দাও খাতা কলম বই,
আশ্রয় দাও, দাও ক্ষুধার অন্ন,
অসুখে চিকিৎসা দাও আমারে,
পরিধানের দাও ভালো বস্ত্র।
নইলে অভিশাপ আমি হবো সমাজের!!!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন