মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

সাবধানে শোও মেয়ে

সাবধানে শোও মেয়ে
মেজু আহমেদ খান

ভালোবাসাহীন এ সাদা চামড়ার চেয়ে/
সালওয়ার কামিজ বিহীন রাতটাও অনেক উত্তম।
অপাঙ্ক্তেয় রুপসীর চে মেঘলা আকাশ/
ঢের ভালো,ফের ভালো তন্বী শূন্য স্টেশন/
ন্যাড়া বিরান ভূমে অন্তত কাব্য হয়…/
হৃদয়ের নাবালেগ জখম ব্যেপে শুধু/
দাফন করা বালেগ অহমিকার মাজার/
শুধু তোমার
শুধু তোমার।

" অহংকার স্রষ্টার চাদর",অন্ধ মেয়ে/
স্তন চূড়া দেখো, এভারেস্ট দেখো না?
রুপের জাবর কাটো আহা প্রেম বুঝ না!
সাবধানে শোও মেয়ে ডানা কাটা স্বপ্নে/
বিক্ষিপ্ত জরা সে তো লুকোয় শিথানে।

২৩/১২/১৪
ওসমানীগঞ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন