মানব ও মানবতার আমি
অর্জুন বিশ্বাস
মানবতার প্রদীব
জ্বলে অন্ধকারে পড়ে আছি একা! আত্মার
আত্মা বন্ধু খুঁজা; পৃথিবীর কানে আজ
নুয়ে পড়া কথা! কোলাহল চারিদিকে কারও
নেই দেখা!
আছে সেই সভ্যতার কালি মাখা শাঁখা!
উঠো নর
উঠো নারী যেতে হবে সেথা... সভ্যতা নাই
ভবে আছে মাথা ব্যথা? সত্যের
কালে ছিলো; মেদেনীর বুক ভরা,
এই কালে এসে দেখি পাপালয় ধরা!
সব নদী মরে গেছে নেই জলধারা! চৈত্রের
বুকে আছে সুদিনের পিপাসুরা! আকাশের
প্রাণে নেই মেঘেদের ঘনঘটা,
গগনের গা ঘেমে পড়বে কী এক ফোঁটা?
মহাত্মা বিচারক
কোথা আছে জানি না,
বিবেকের মাঝে পাই; তার লেনাদেনা,
নরনারী ক'র তুমি মোর সাধনা- মিঠায়ন
"প্রেমকবি" একগচ্ছো বাসনা।
23.12.2014
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন