মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

সবি মূল্যহীন,তুমিহীন

সবি মূল্যহীন ,তুমিহীন
হাস্না হেনা

আদিগন্ত দৃষ্টিতে খুঁজি তন্ন তন্ন করে
সঞ্জীবক তোমার আশ্রয়,
তোমাতে মহাবিষ্ট আমার ত্রিকাল
মন মানসী তোমাতে পরিব্যাপ্ত হয়ে আজও
পাতে প্রণয় ইন্দ্রজাল!
তুমিই তো শিখিয়েছো যুগোত্তীর্ণ প্রণয়
অলীক ,অসার বিশ্বে স্পন্দিত করেছো
বার বার প্রণয়আত্মা।
আজও অনুভবের ক্যানভাস জুড়ে
শুধু তোমার চিত্ররূপ,
ইচ্ছের অবদমনে প্রতিক্ষণে বইছে
তোমার প্রণয়ের এক প্রমত্তা নদী।
প্রতি প্রহরে আমি ভাবিতো ,প্লাবিতো
নতুন রূপে হচ্ছি আবিষ্কৃত।
তোমার অসাধারণত্বে কখনও বিস্মিত
কঠোরতায় কখনও বা ক্ষত- বিক্ষত
তোমার সকল রূপ আমার ভীষণ কাঙ্ক্ষিত।
জগৎ সংসারের তাবৎ নিয়ম নীতির
কাছে আমি অচল ভীষণ ভাবে ,
সতত সুখও আমার সয়না
তুমিহীন আমার বিশ্ব বড় বেশি নিঃস্ব।
কল্পনার স্বতঃস্ফূর্ত আলপনায় অংকিত
নিগূঢ় প্রত্যাশা তোমাতে পায় ব্যাপ্তি ,
ফাল্গুনী হাওয়ার ভেলা , বসন্তের
অবিশ্রান্ত
জ্যোৎস্না ফুটফুটে রাত , নতুন প্রভাত
সবি মূল্যহীন ,তুমিহীন ।

২০/১২/১৪ইং

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন