মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

দিলেনা একখন্ড জমি

দিলেনা এক খন্ড জমি
মুহাম্মদ আলী

দু’দিনের এই দুনিয়ায়
আমি তোমাদের কাছে এক, অনাকাঙ্খিত মুসাফির
ঘুরছি জন্ম থেকেই- এখানে ওখানে প্রতি দ্বারে
শুধু একটু আশ্রয় চাই।

তবু আমাকে কেউ দিলে না- এতটুকু আশ্রয়
পাশে থাকার মাথা গোঁজার ঠাঁই
যেখানে আমি একটা সুখের- ছোটখাটো খড়কুটোর,
নীড় গড়তে চেয়েছিলাম।

বড় সাধ ছিল এই মনে আমার
চেয়েছিল করতে, ভালো মানুষের চাষাবাদ
যা উচ্চ ফলনশীল জাতের ধানের মতো, হাইব্রিড
চিটাপাতান বিহীন মানুষের আবাদ, তা আর হলোনা।

আমার ঘর নেই জমি নেই
তাই চেয়ে গেলাম আজিবন, শুধু পাওয়ার আশায়
কিন্তু কেউ-ই তো আমাকে দিলেনা
একখন্ড জমি!

বরং রদ্ধ করলে আমার মানব উন্নতির সকল পথ
অহেতুক অবিবেচকের দল!
তাতে কি আয় হতে পারতো না, এ দেশের
কতো সুনামের, শত কোটি বৈদেশিক মুদ্রা?

বলতে পারবে কেউ, আমি কেন উপেক্ষীত হলাম
নাকি এখন আর কোথাও ভালো মানুষ চলেনা?

২২/১২/২০১৪ ইং

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন