টোকাই
মোঃ ওমর ফারুক
দুনিয়া নামের আজবঘরে
টোকাই আজব জীব,
আজব আমার লেখার কালি
নীল কলমের নিব।
ওদের কথা লিখতে বসে
পাই না প্রাণের সায়,
হ্নদয় আমার যায় কেঁদে যায়
শব্দশূন্যতায়।
ভোরে উঠে বস্তা হাতে
যায় বেরিয়ে ওরা,
পার হতে কি পারবে তারা
পাষাণ পাহাড় চূড়া।
দুরাশায় ওরা বাঁধেনি কভু
ওদের কচি বুক,
ক্লান্ত ওদের কোমল দেহ
ক্লিষ্ট করুণ মুখ।
চায় না ওরা বিশাল বাড়ি
চিত্তহারী গাড়ি,
চড়ুক চুলোয় শুধু ওদের
সাদা ভাতের হাঁড়ি।
জীবন যেন ওদের গলে
ফেঁসে যাওয়া ফাঁস,
থাকে পড়ে পথে ওদের
বেওয়ারিশ লাশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন