দেবো-নেবো
সরওয়ার ফারুকী
তোর জন্য গলিরমুখে পিলার হবো,
কলেজগেটে রক্তমুখী রক্ষিত ঐ রড হবো,
চশমা হবো, ঘড়ি হবো, নয়া-বাইকের ভোঁ হবো,
তরুন ঠোঁটের অগ্নিলাভা, ধোঁয়া হবো।
কালবোশেখি-অগ্নিবাণে টুপ-ঝরা এক আম হবো,
নদীর দেশে বিধি'র লেখা অমাবস্যার পাপ
হবো।
তোর জন্য ওই সুরমাগাঙে ভাঙাভাঙা সিঁড়ি,
তোর জন্য এই নি:স্ব বুকে রিকসাওলার বিড়ি।
হয়তো আবার অন্ধগলির স্পিডব্রেকার-ঢেউ-
নয়তো এবার বোবা হবো জানবে না তো কেউ।
রাজনীতিতে গালি হবো, কুত্তা-বিলাই, শিয়াল
হবো,
রক্তচোষা জোক হবো, তোর জন্য চাক্কু
হাতে ডাক্কু হবো।
টকশো-তে চেয়ার হবো, ইট হবো, পাথর হবো-
প্রতিপক্ষের গাল হবো, ঠোঁট, দাঁত, নাক হবো!
ঘূর্ণিবায়ে উর্ণা হবো,
রুক্ষঠোঁটে লাল টুকটুক লেপ হবো, মিষ্টি পথের
বৃষ্টি হবো।
তোর জন্য ক্ষিপ্রচোখি ঘুষ-খেকোদের জেব-
তোর জন্য কুরুক্ষেত্রের তপসী এক দেব।
হয়তো হবো জোছনারাতে মাইক্রোফোনের
গান-
হয়তো দেবো বাসর-রাতে কন্যাকণ্ঠে তান।
দেবো দেবো, সবই দেবো, লজ্জাবতী বুক
দেবো,
পাতাল-তলের অতল দেবো, অন্তরীক্ষের লাল
দেবো,
বিনিময়ে-
শুধু তোমার ঘুঙুটি, ঐ নেংটামুখী আঙটি নেবো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন