বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪

সাপেনেউলে

      লেখক- মঞ্জুর মোর্শেদ'

চটির টংঘর গমগম করছে- 'বাঙ্গালী' কাজে নয়,
যুক্তিতর্কে চ্যাম্পিয়ন,
নিজের খেয়ে বনের মেষ তাড়াতে এ
জাতি দু'কদম এগিয়ে।
আট দশজনের জটলা, 'হ্যাবলার'
টংঘরে বিক্রিবাট্টা ভালই-
সস্তাদরে মিলছে 'পান আদা কুঁচির চা' বিড়ির
কারখানা- এরাই বাঁচিয়ে রাখবে।
দু'চার আধুলিতে জম্পেশ গেলা, আড্ডা, ধোঁয়ার
নেশা এ'হাত ও'হাত হলেই হয়.!
টাঙ্গানো- টেলিভিশন, বিরতিহীন 'মনোরঞ্জন'
বাংলা ছবির খেমটা নাচ,
'দাড়ি বে-দাড়ি' সবাই দেখছে- একদম 'টইটুম্বুর
বিনোদন'।
বঙ্গ হালচাল 'ছাগল-রামছাগল' 'গাধা-গরু' 'পদার্থ-
অপদার্থ' 'রাজনীতি-নোংরা'রাজনীতি'-
'সরকারযন্ত্র' 'ষড়যন্ত্র' 'পুষ্টিকর গণতন্ত্র' 'দরদাম'
'খেলা' 'বিচার-শালিস' 'খোশগল্প' রমরমা-
'পক্ষ-বিপক্ষ' 'দাকুমড়া' 'সাপেনেউলে' 'এগাঁ-
ওগাঁ' নিত্যদিনে- তপ্ত চটির টংঘর।
'বিচার-শালিস' নাই দাদা, জোর যার মুল্লুক তার-
'প্রফুল্ল'দার
সংসারে ত্যাড়া চোখে কেটা দ্যাখে, ঐ 'ফদা'
মেম্বারের- ব্যাটাই তো.?
'পার্বতী'র গায়ে হাত, ঘরে আগুন কেটা দিছে-
ঐ বদমাইশ ন্যা, কন তোমরা.?
'সংখ্যালঘু-সংখ্যাগুরু' কত প্যাঁচাল, এগুলান গ্রামত-
কি শুরু হইছে.!
'ওমরা' কি 'মানুষ'- ন্যা.? 'হ্যান্দু-মোসলমান'
আগে দ্যাশত আছিল- ন্যা, কন.?
কি দোষ করছে ওমরা 'বাহে'- কন'তো.?
পুরা 'হ্যান্দু পাড়া' পুড়ি ফ্যালাইল.!
আর তোমরা সবাই- চায়া দেখলেন.!
'ওমরা' দ্যাশের জন্যে কি করেনাই- কন.?
'প্রফুল্ল'দা দ্যাশের জন্যে- যুদ্ধ করেনাই- কন.?
যুদ্ধত বড়'দা 'নারদ' মরেনাই- কন.?
আইজ তার 'বেটি ভাজতি'র ইজ্জত
নিয়া খেলা করে- তোমার হামার
'ব্যাটা ভাজত্যা'- ছি.!
হামরা কি 'ন্যায়অন্যায়' বুঝিন্যা-?
'বাপ-মায়' ঠিক থাকলে, ঘর ঠিক-
কোন ব্যাটা আছে- এমন পাপ করার সাহস হয়, কন
দেখি.?
'নদু কাকা' চেঁচিয়ে বলল-
সাবাস 'হারু' বাবা তোর চোয়ালে, জোর আছে-
যুক্তিখানা- খাসা,
'হারু' ঠিক কইছে- হামার গুলার দোষ, 'হ' হামার
সবাইরে এই 'দোষত'- ভাগ আছে।
দ্যাশত নোংরা রাজনীতি কেটায় করে, এই
তোমরা হামরা-ই তো,
কেটা করায়- সেটাও বুঝি, নিজের ঘর ঠিক
থাকলে সব ঠিক 'কন'- ঠিক কি ন্যা.?
'হ্যান্দু-মোসলমান' কি "সাপেনেউলে" দুই'দশ বছর
আগে এগুল্যা কি দ্যাশত আছিল- কন.?
'তবে আজ এ "প্রশ্ন" আমারও'।।

'
২৯/১১/১৪ইং-

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন