লন্ঠিত বিবেক
রবিউল ইসলাম
সারা বছর এত মারামারি- কাটাকাটির পরও
আমরা ক্লান্ত হইনি। ভুলে গেছি "তাজরিন",
"রানা প্লাজা" আর "পিনাক-৬" নামের শোক
গুলো। সদ্য হওয়া "জিহাদ" নামের ক্ষতটি ও
যেন সেরে উঠবে রাতারাতি।
দেরি নেই, সবকিছুরই প্রমাণ দেবো আজ
রাতে।
বোতলে বোতল ঠুকে "চিয়ার্স" বলে শুরু করবো।
আতশ বাজি আর বিদেশী সিগারেট
গুলো ব্যস্ত থাকবে নিজেকে পোড়াতে।
মহাকাশে ওজনহীন হয়ে যেমন বাধাহীন
উড়ে বেড়ানো যায় তেমনি ভূপৃষ্ঠেই আজ
বিবেকহীন হয়ে ঘুরে বেড়াবো অসভ্যতার
মহাজগতে ।
প্রচন্ড শীত, তাতে কি? হট মেয়েদের কিন্তু
স্বল্প পোষাকেই ঘাম ছুটে যাবে। প্রেমিক
তার তথাকথিত আধুনিক প্রেমিকার কুমারীত্ব
উপহার পেয়ে ধন্য হবে।
এসব দেখে কুকুর গুলো প্রথমবারের মত
নিজেকে সভ্য মনে করবে।
লজ্জা পেয়ে নিজের
জায়গা টা ছেড়ে দেবে নতুনদের জন্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন