শনিবার, ১৭ জানুয়ারী, ২০১৫

মানুষ চেনা দায়

মানুষ চেনা দায়
## দুরন্ত পথিক##

হায়
আজিকার যুগে রঙিন ধরায়
মানুষ চেনা দায়!

সত্য মিথ্যার ফাকে ফাকে,
হাজার রকম ফোকর থাকে
কয় বনি আদম তার খবর রাখে?
সরল আশে লাজুক আঁখে,
ফেলফেলিয়ে চায়!
চতুর লোকের প্যচের গোলায়
মানুষ ধরা খায়!
ওহে মানুষ চেনা দায়!!

কেউবা হাবা ভাব দেখিয়ে,
তোমার সু-করুনা মাঘিয়ে,
সাথি হবে তোমার পাশে,
বলবে তোমায় ভালবাসে,
হাজার রকম বাহানাতে পাতবে যে সে ফাঁদ,
সেই ফাঁদে আটকা পড়ে তুমি হবে কুপোকাত!!

কেউবা তোমার রক্ষাকারী
তার লোক লস্কর সারি সারি
সম্ব্রম তাহার আহামরি
তা সে তোমার দ্বারে করবে জাহির।
হয়তো তার সম্ব্রমের চাপে তোমার
প্রান পাখি হবে বাহির!!!

বন্ধু তোমার প্রাণের পাখি,
তার কিচু নেই বলার বাকি,
তাকে তুমি চেন রে ভাই,
জন্মাবধি হায়।
তার পরেও বলবো আমি,
মানুষ চেনা দায়!!

সে তোমার বড়ই আপন,
রক্ত তোমার, আত্নিয় তোমার
মরার পরে সেই তোমায়
পরাবে সাদা কাপন!
সব ঠিক আছে,  কিন্তু
হয়তো সেই তোমাকে এই দুনিয়ায়
করবে জিন্দা দাপন!!

রঙের লিলায় রঙে ভরা
কাকে করবো ঘৃনা রে ভাই,
কাকে বিশ্বাস করা?
জানিনাগো কার চোঁয়াতে
এই জীবন শান্তি পায়!
কিন্তু, অবিজ্ঞতার এইটুকুতে
বুজলাম আমি,
মানুষ চেনা দায়!!

১৮ই জানুয়ারী, ২০১৫ ঈসায়ী
স্থান: মহানগর প্রভাতী ট্রেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন