হে সূর্য একবার ক্রুদ্ধ হও
কবি- ইমরুল আয়ন্ত
আমাদের সূর্য রাগ করে না
তাই রাত্রিদিন
ফূর্তিতে থাকে অবিচ্ছেদ্য
কুয়াশা আর পূর্ণিমায় উতসব
করবে বলে যারা অপেক্ষায় ছিল তারা এখন
ঘাসের শরীরে শিশিরের অদ্ভুত জটিল
ছেনালি দেখতে দেখতে ভুলে গেছে আলোর
ঢেউ গুনা।
সম্পদ আর আনন্দের
পৃথিবীতে সুখী দালানগুলো ঘুমালে ফুলে ফেঁপে দীর্ঘতর
হয় রাতের আঁধার-
ওপাশে অজগর
অন্ধকারে দুলে ওঠে নাঁচঘর; বালাময়
ষোড়শী শরীর,শ্রম আর প্রশান্তির স্রোত
ডিঙিয়ে রাতের মাঝি এইখানে অমৃত
মিউজিকে বিষ উৎপাদনের গান
গায়,মানুষের
অস্থি শোণিতে মীমাংসিত সে সুর
ঢেলে দিয়েছে সুধাক্ষন তাই মানুষও
কুড়িয়ে নিয়ে ভ্রান্ত মৌনতা নিখাদ
নীলে স্বপ্ন আঁকে শীতের
কুয়াশাপত্রে।
আমাদের সূর্য রাগ করে না তাই গ্রামের
পর গ্রাম ঘুমিয়ে থাকে-
ফসলি মাঠে লাঙলের কোলাহল নেই-নেই
খুঁটে খাওয়া শালিকের
ফূর্তি আছে কতিপয় মুখবেশ্যার
কৌশলী হাসির ঝিলিক।
আমাদের সূর্য রাগ করে না
তাই মৃত্যুর
ভোরে ফিরে ফিরে আসে শকুনের বসন্ত
আর গিরগিটির সুদিনে তাই অলিখিত
আমাদের অগ্রযাত্রার ইতিহাস।
হে সূর্য,
একবার ক্রুদ্ধ হও,থামাও
নৈঃশব্দ্য,কুয়াশার শেকড়বাকড়
ছিঁড়ে জ্বলে ওঠো গ্রামে জনপদে শ্রমিক
শহরে-
আমি তো প্রার্থনাগুলো শস্যের দানার
মত ছড়িয়ে দিয়েছি শ্যামল পলিমাটিতে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন