উপর তলার লোক
শেখ আবদুল্লাহ্ নূর
কাক শকুনে ঝগড়া করে
শালিক চিপায় পড়ে,
টাকুর টুকুর ঠোকর খেয়ে
যায় বুঝিবা মরে।
কাক যদি বা খামচি মারে
শকুন মারে ঠোক,
শালিক পাখির দশায় হাসে
উপর তলার লোক।
উপর তলায় লোক নয়সে
শিকারী এক বাজ,
হাঙ্গামাতে করেন তিনি
ফায়দা লুটার কাজ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন