বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

গান- ১৫০১

        গান-১৫০১
   সাইফুল ইসলাম মজুমদার

তুমি আমার স্বপ্ন হবে
তুমি আমার রাজজন্যা
স্বপ্ন বাগানের ফোটা ফুল
তুমি, রুপের বন্যা!--১

এ জীবনের স্বপ্ন তুমি
প্রেম সরোবরের বাধা কূল
স্বপ্ন দেখি সত্যি হবার সাদে,
বল আমি করছিনা,
কোন ভূল।।

ভালবাসবো আমি শুধি তোমাকে
তোমায় নিয়ে আমি বাঁচবো
ফিরিওনা আমায় তুমি,
আজিবন তোমায় ভালবাসবো!!

এই পৃথিবীর যত ভালবাসা
সবই শুধু তোমার,
চল হারিয়ে যাই ওই অজানায়,
দুজন মিলে হই একাকার।।

২৪ ই জানুয়ারী, ২০১৪

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন