জ্যন্ত শব
সাইফুল ইসলাম মজুমদার
আজি প্রানের রসনায় রসিয়া-ভিজিয়া
পৌচেছি ওরে, ধরণীর পরে
আসিআছি দর্শনের তরে এ যুগের ভব।
প্রস্থর হেরিয়া তব উঠিয়াছি আজি,
আমি শব।।
উঠিআছি আমি ওরে কাঁপিয়া কাঁপিয়া
বহুকষ্টে মিলাইয়াছি মোর বিক্ষিপ্ত হিয়া।
যবে বাড়াইয়াছি মোর পদ যুগল
নব নব মুর্দার মিচিলে মোর হৃদে বিভ্রান্তি চড়াইলো।
আহ! যাত্রাতেই বুঝি পাইলাম আগল!!
উঠিয়া আসিলাম ফের সেই পথে
যেথায় বিদায়কালে, দেখিতে মোরে
আসিয়াছিল লোক শতে শতে।।
আজো দেখিতেছি হাজারে হাজারে হায়।
অবাক হইলাম এই দেখিয়া
কেহ কারো পানে ফিরিয়া ন চায়!!
ঝাড়িয়া ফেলিলাম চিন্তার রেখা শুরু করিলাম হাটা
হঠাৎ সে কোন বিকট শব্দে পড়িলো মোর রথে ভাটা।
কাঁপিয়া উঠিলাম আমি, দেখিলাম
এদিক ওদিক ছুটিছে কেহ,
কেহবা পড়িছে চক্রযান হইতে লাফাইয়া।
কেহ কারো পানে না চায়।
যেন তড়িগড়ি করি পালাইয়া মুক্তি পায়!!
দেখিলাম,
লেলিহান অগ্নিতে পুড়িছে মানুষ।
কেহবা পড়িয়া করিছে মৃত্যুময় আহাজারী
সকলে ছুটিছে নিজ নিজ কাজে,
কেহবা এক ফলক দেখিয়া কেটে পড়েছে।
আহতের করুন চিৎকারে কেহ করেনি কান ভারি।।
দাঁড়িয়েছিনু আমিও দেখিয়াছি সব,
আমি অক্ষম করিতে পারিনি কিচুই
শুধু করেছি মোর হৃদয় গভীরে,
এক চিলতে কষ্টের অনুভব!!
দুহাতে বদন ঢাকিয়া দিয়েছিনু এক দৌড়
কিন্তু, দেখি সামনে শ্লোগান মুখর ঝাঁজালো মিছিল
ব্যনার ফেস্টুনে ভরপুর, আন্দোলনের তোড়জোড়!
মিলিয়া গেলাম উহাদের সাথে
বিদ্রোহী আমি, আবার করিবো বিদ্রোহ সূরা পান।
অন্যায়ের বিরুদ্বে হইবো সোচ্ছার, করিবো ন্যয়ের আহ্বান।।
তখনো সুধাইনি দু ছন্দ শ্লোগান,
আঁখি মেলে দেখি ঝরিয়া গিয়াছে কটি তাজা প্রাণ।
সকলে তখন কেটে পড়েছে,
লাশের মিছিলে আমি রয়েছিনু পড়িয়া।
আমি শব, পারিনি সাহাজ্য করিতো মার দুহাত বাড়াইয়া।।
পিচ ঢালা রাস্তা রাঙ্গিয়া গিয়াছে,
বহিছে রক্তের স্রোতধারা,
বুঝিয়াছি একাল আর সেকাল,
শোষিতের চিৎকারে জাগে শাষক মহল
রক্তের শীতল চোঁয়ায় শোষকের ঘুম ভাঙ্গে,
হয় সকাল।।
রক্তমাখা গায় উঠিলাম, চাহনি তুলিয়া সামনে ফিরিলাম।
হাটিতে লাগিলাম পথের এক পাশে।
দৃষ্টি ছুটে গেল তব এক দৃশ্যপানে,
তুচ্ছদোষে দন্ড সহিতেছে এক কুলি।
অপরাধ তার, কেন গিয়েছিল পথ ভূলি!
কাঁদিছে বালক প্রহারের তোপে,করিয়া কলরব।
অথচ! কেহ প্রতিবাদ করেনি
কেউবা করেনি একটুখানি বেদনার অনুভব!
সরিয়া পড়িলাম আমিও কারন, আমি যে শব!!
ধূরু ধূরু বুকে পারিলামনা আর
পুরাইয়া গিয়াছে বেলা, এখন সময় ফিরবার।
যাহা বুঝিয়াছি এটুকু ঘুরিয়া,
আজি মনের শক্তি সকলের গিয়াছে মরিয়া।
শোষককূল জরির মোড়কে ফেরি করিতেছে
শোষনের সূরা।
মনুষ্যত্ব লজ্জিত হইয়া পালাইয়াছে,
ভালবাসাশূন্য মরুময় এই রঙ্গিন ভব।
জ্যন্ত মানুষের মোড়কে চলিছে পথে আজ,
শত সহস্র শব!!
৫ই ফেব্রুআরি, ২০১৫
শ্রীবোররা, ফেনী
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন