রুপবতী বাঙলা
সাইফুল ইসলাম মজুমদার
এ ফাগুনের মৃদু শীতল হাওয়ায়
মোর এ হৃদয় চুঁয়ে যায়।
ভাসছি আমি গা ভাসিয়ে বাতাশে,
নীল আকাশে
মেঘের দেশে
ভোরের রবির স্নিগ্ধ আভায়।।
গুটি গুটি পায় আমি চলেছি এগিয়ে
আনমনা হয়েছি আমি এ বাংলার
শীতলতম রুপের সুরা পিয়ে।
ওহে বাঙলা তুমি আমার প্রান
আপন আলোয় তুমি গরিয়ান।
আজি স্বার্থক জন্ম মোর তোমার ধূলায় লুটায়ে।।
ছুটে যাই গ্রমান্তরে ওই মেঠো পথ মাড়িয়ে
সবুজের ঘন রঙে ভরা ফসলের মাঠ,
বৃক্ষের পরতে পরতে পাই প্রকৃতির পাঠ।
সতেজ প্রানের দানি,
সেযে জীবন রসের ঘানি
আজ মোর তীর-শীর সব জড়তা ছাড়িয়ে!
তুমি বাঙলা আমার মায়ের সম।
বাঁচি তোমার আলোয়, নিয়ে তোমার বাতাস
তোমার বুকে ঘুরে বেড়াই, সদা থাকি সহাস।
তোমার বুকে মোরা অসি,
মুক্ত হস্তে উন্মুক্ত মসি।
বাঙলার বর্ণনা হবে নাকো শেষ,
তোমার প্রেমের সূরা অসীম অশেষ,
বাঙলা আমার অহংকার, বাঙলাই সম্ব্রম!!
সাইফুল ইসলাম মজুমদার (দুরন্ত পথিক)
১৬/০২/২০১৫, গাজিপুর, ঢাকা
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন