মান্না ভাইয়ের কান্না
রাহিম চৌধুরী
মাহমুদুর রহমান নামটি আমার
চালাক ছিলাম অতি
গণতন্ত্রের লেবাস পড়ি
জ্বালাই দ্রোহের বাতি।
কোন ব্যাটা বেতমিজ
করল সর্বনাশ
ভাইভারেতে কইলাম কথা
তাও করল ফাঁস?
দল বদলে সুখ পেলাম না
পেলাম না মন্ত্রীত্বের স্বাদ
সব ব্যাটারা দিল ফাঁকি
জী্বন হল বরবাদ।
লাল দালানের কুঠুরীতে
করব জীবন পাত
পোলাও কোরমা আর খাবনা
জুটবে মোটা ভাত।
খোকা ভাই কী ধোকা দিল
সন্দেহ দেয় উঁকি
মাসুদ ভাই অষ্ট্রেলিয়াতে
দিল নাকি ফাঁকি?
গণতন্ত্র ষড়যন্ত্র
হল একাকার
ক্ষমতার সুযোগগুলো
আসেনা বার বার।
ওয়ান ইলেভেনে ক্ষীণ করে
যাওবা ছিল আশা
আমলারা বড্ড চালাক
করল কোনঠাসা।
সমাজতন্ত্রে দীক্ষা আমার
মার্ক্স -লেলিন মোর গুরু
বিপ্লব ছাড়া হয়নাত আর
ভাল কিছুর শুরু।
সুশীল সমাজ কুশীল সমাজ
লোকে গালমন্দ করে
মান সম্মান সবই গেল
পেন্টটা খুলে পড়ে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন