জাতীর কাছে জানতে চাই
নূরে আলম আলিফ
প্রাণ-রক্ষক মলয়ে
ভেসে আসছে কি-
শব গন্ধ ? হায় মানুষের দেখি!
এ-কি ! ওতো চুল পাকা বৃদ্ধ নয়
আঠারো বছরের কুমার সে
কব্জস্থ করতে সক্ষম নিখিল-
অনায়াসে........
কেন তবে তার এহেন পরিনয়?
বৃদ্ধ জনকের এখন
হবে কি উপায়,
এক মুঠো অন্ন্ আহরণ
যার সাধ্য নাই।
গর্ভধারণী ?
সে তো ছেরেছে মর্ত সেই কবে
অভাগা পিতার কি হবে
জাতীর কাছে জানতে চাই।
একমাত্র মূক-সহোদরা
কেটেছে বয়স পুতুল খেলার,
হয়েছে লগ্ন-নগ্ন হবার,
কোন সাধু বাড়াবে
আর্শীবাদের হাত তার দিকে?
তবে কি আরো একটি
আত্মহুতি দে'য়া দেহ
আশ্রয় নেবে সর্বংসহার বুকে?
একটি যুবকের প্রাণ
কেড়ে নিল ওরা......
বাকি জীবন গুলো
কেন হল ছাড়-খার?
উত্তর দাও কান্ডারী........!!
SKCL
নোয়াপাড়া, মাধবপুর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন