শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৬

অাজ বসন্ত


অাজ বসন্ত
দুরন্ত পথিক

ফাগুনের অাগমনে চারদিকে সাঝ সাঝ রব,
ফুলে ফুলে রঙ্গিন হয়ে উঠেছে মাটির রং।
ঝলমলে রোধ বলে বেড়াচ্ছে,  অাজকের সূর্যটা অপুরন্ত।
ওহে পথিক, অাজ বসন্ত!

ঢলো ঢলো অাঁখি মেলি দেখি ভোরের অালো।
হঠাৎ এক মিষ্টি সুর বাজলো কানে, লাগলো ভাল।
নিজের অজান্তে মোন অামার উঠলো হাসি, যেন অালোয় অালোয় ভরে গেল হৃদয় দিঘন্ত।
অারে!! অাজ যে বসন্ত!!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন