তনু, একটি মেয়ের নাম!!
সাইফুল ইসলাম মজুমদার
অামি তনু!!
তোমার পাশের বাসায় থাকতাম।
তোমার যে ছোট্র বোন অাছে? তার সাথেই খেলতাম।
হাসি তামাশা অার ভালবাসায়
তোমার বাড়ি মাতিয়ে রাখতাম।
অাজ অামার ভাই তুমি,
কাল অামার বর,
পরশু তোমার সন্তান অামি তবু ভাবছ কেন পর??
অামি কি অার দূরে তোমার?
কাছে কাছেই অাছি,
অাত্মা হয়ে বুঝলাম এখন, এই সমাজ হতে পালাতে পারলেই বাঁছি!!
একবার ভেবে দেখেছ কি অামরা কোথায় ছিলাম?
পারবে উত্তর দিতে?
অাজ তোমরা ঘুরে বেড়াচ্ছ মনের সুখে,
অামি কেন পরপারে এলাম??
কি ভাবছ? অামি চলে গেছি, বেঁছে গেছ??
একবার ও কি ভাবনি, তোমার বোন... যার সাথে অামি খেলতাম!!
অার কতদিন অার সে তোমার গলা জড়িয়ে ধরে ভাইয়া বলে ডাকবে???
পারবে কি তার নিরাপত্তা দিতে??
উত্তর দাও ভাইয়া!!!!
অামি তনু, একটি মেয়ে, হ্যা নারী!!
অামাকে কি কখনো তোমার স্ত্রী হিসেবে ভেবে দেখনি?
তোমার স্ত্রি কে কিচু মানসিক জরাগ্রস্ত মানুষ কুড়ে কুড়ে খাচ্ছে!!
তখন কি তোমার সমস্ত অনুভূতি অচল হয়ে থাকবে??
নাকি কাপুরুষতা তোমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে!!!
হ্যঁ গো অামার বরেরা উত্তর দাও!!!
অামি তনু,তোমার সেই চোট্র চটপটে
রাজকন্যা!!
যাকে একবার না দেখলে রাতভর ভালো গুম হতো না! হৃদয়ের একাংশ অালাদা মমে হতো!
সেই রাজকন্যাকে অাজ কেও তোমার কোল থেকে কেড়ে নিয়েছে, কিন্তু তোমার কি হল যে অাজ তুমি অামার মুক্তির ব্যবস্থা করছনা??
নাকি অাজ তোমার অন্তর বলে কিচু নেই???
বাবা!! অামার খুব কষ্ট হচ্ছে বাবা!!
অমি মুক্তি চাই!!!
হ্যাঁ, অামি তনু।
যে অাজ ১৬/২ কোটি জনতা!
অামি তোমার বোন, অামি তোমার স্ত্রী,
অামি তোমার সন্তান,
অামি তোর মা!!
অামাকে কি অাজো তোমরা তনুই ভাবছ?
না!অামি তোমার মাঝে লুকিয়ে থাকা রাজকন্যা,
অামি তোমার হৃদয়ের বাঁধ ভাঙ্গা ভালবাসার বন্যা!
অামি হারিয়ে যাচ্ছি, তবুও কি তুমি চুপ থাকবে??
অামি তনু, অামি বিচার চাই।
প্রতি ফোটা রক্তের হিসেব চাই।
অাজ অামি নেই, তোমরা অাছ।
হ্যাঁ ভাইয়া, অামার মৃত্যুর জবাব চাই!!!!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন