বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১৭

স্রোতের বিপরীতে

স্রোতের বিপরীতে
        সাইফুল ইসলাম মজুমদার
------------------------------------------------------

অামি কালের স্রোতে হারিয়ে যেতে অাসিনি।
এসেছি সেই স্রোতের সাথে সংগ্রাম করে,
এক নতুন অালোড়ন সৃষ্টির তরে,
অামি এসেছি সভ্যতার নব নব দ্বার খুলতে,
স্রোত ডিঙিয়ে স্রোতস্বিনীর কূল খুঁজতে।

অামি নিরবে সময় কাটাতে অাসিনি।
অামি বলতে এসেছি, অামি চলতে এসেছি।
এই ধরার রুক্ষ পথ ধরে অামি হাটবো,
টপকাবো যত বাধা পাহাড়-পর্বত।
অামি রাতের সাথে পাঙ্গা নিয়ে,
ভোর বেলাতে সূর্য হয়ে উঠবো।

অামি হাসবো, অামি কাঁদবো
অামি মানুষকে ভালবাসবো,
পৃথিবীর তরে লড়বো অামি,
অাপনার তরে বাঁচবো।।

০৫/০১/২০১৭

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন