বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭

হঠাৎ ভালবাসা -সাইফুল ইসলাম মজুমদার

এক ধমকা হাওয়া হয়ে
তুমি এসেছ এই জীবনে,
অামি হারিয়ে যাচ্ছি তোমার চোঁয়ায়
এক নতুন ভূবনে।।
তুমি ফিরে চেয়েছ, তুমি কাছে এসেছ!!

মেঘলা দিনের এক চিলতে রোধ
 তুমি এক ফোটা বৃষ্টি,
যেন তোমার জন্য এই পৃথিবীতে,
ভালবাসার সৃষ্টি!!
তুমি ফিরে চেয়েছ অাড় চোখে অমার পানে,
এক মৃদু প্রেমদোল নাড়া দিয়ে গেল যেন অামার একলা প্রাণে।

অপেক্ষাতে স্বপ্ন মাঝে তোমায় চেয়েছি,
মেঘের রাজ্যের রাজকন্যা,
যেন অামি ধরনীতে পেয়েছি।
হারিয়ে যাবার ভয় নিয়ে করছি অাকুতি,
হাজার কাজের ব্যাস্ততার ফাকে,
নজর দিও একটু, অামার প্রতি।

অামার জীবন নামের এই গাড়িটার
যাত্রি খুজছি অামি.
অামার শেষ বিকেলের গধূলি বেলার ছায়া হবে কি তুমি?
তোমায় নিয়ে স্বপ্ন ভেলার, হব  অামি মাঝি।
তোমায় পেলে সুখ পাখিটা চিনিয়ে অানতে রাজি।।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন