বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

তোমার মাঝে অামি-সাইফুল ইসলাম মজুমদার

তোমার মাঝে অামি
সাইফুল ইসলাম মজুমদার

নীলের মাঝে একটু তুমি,
শিমুল ডালের তলে।
কৃষ্ণকেশী মিষ্টি অাখি
নিরেট রুপের কথাই বলে।

একটু দোলে একটু চলে
তুমি এক স্বপ্ন নদীর ধার,
একরেখা এক, অালোয় ঝলসে অামি,
তবু অামি ভাবছি ওগো অাসবো অামি,
সেই নদীর ই ধার!!

তোমায় নিয়ে সন্ধা রাত্রি,
ভেবে করি পার।
তুমি বিনা ধরা অামার, নিশ্চিদ্র অাঁধার।

সন্ধা রাতে প্রদীপ অামার, তুমি প্রাণের অালো।
তোমায় নিয়ে ভাবতে ওগো,
লাগে যে মোর ভালো।

অামার অাছ এক ঠিকানা,
সে যে তুমি হায়।
ভুলো না গো প্রাণের পাখি মোরে,
একা রেখে এই অবেলায়।

রাত দুপুরে তোমায় নিয়ে,
করবো জোৎনা স্নান।
তোমার মাঝে বাঁচবো অামি,
হব তোমাতেই অম্লান!!


উৎসর্গ- স্বপ্নকন্যা নীলমণি

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন