ভালবাসি বারমাস,ই
সাইফুল ইসলাম মজুমদার
কোন এক রৌদ্রজ্জল দিনের শেষ বিকেলে,
ক্ষনিকের পাখি হয়ে তুমি এসেছিলে।
নাঙ্গা কেশী তুমি ভেসেছিলে সান্ধ হাওয়ায়,
তোমার সেই স্নিগ্ধ চাহনি তে
সেদিন, ভাসালে অামায়।
গ্রীষ্মের তাপদাহে তুমি এসেছিলে,
তুমি এসেছিলে হয়ে এক শীতল পরশ,
দেখেছিলাম সেদিন তোমায় এক নয়নে,
হারিয়ে গিয়েছ তুমি সেদিন,
কিন্তু তোমায় পেয়েছিনু অামি শয়নেস্বপনে!
বর্ষার ঝড়ো হাওয়া বলেছে অামায়
তোমার অাগমনী সংবাদ,
গাছের পাতারা খুসিতে নেছেছিল
তুমি অাসবে বলে,
অামিও হেসেছিনু সেদিন মেঘের সাথে তোমায় দেখার চলে।
শরতের প্রভাতে তুমি হেসেছিলে,
সূর্যের অাগমনী গান সেদিন তুমি গেয়েছিলে,
ভেবেচিনু তোমায় নিয়ে গাইবো সেদিন,
তা অার হলোনা সত্যি,
শুধুই শুনেছি তোমায়,
অাটকে তোমার মায়ার জালে।
হেমন্তের কোন এক বৃষ্টিভরা দুপুরে
তুমি ভিজেছিলে চুল খুলে,
বর্ষার শেষ বর্ষণটুকু স্বার্থক হয়েছিলো
তোমায় ভিজিয়েছিল বলে,
শুনেছিলাম, বৃষ্টিপোটার সাথে তোমার পায়ের নূপুর মিষ্টি সুরে বাজে।
ওগো তোমায় দেখেছিলাম সেদিন ডানা মেলা পরীর সাঝে।
তুমি এসেছিলে সেদিন হয়ে শীতের,
এক চিলতে রোদ,
তোমার হাসিতে সেদিন এমনে জেগেছিল এক মিষ্টি প্রেমের বোধ।
তুমি সেদিন খুলে দিয়েছ সুন্দরের যত বাঁধ,
বিশ্বাস কর,
তোমার প্রেমে পড়ে অামি করিনিকো অপরাধ।
তুমি বসন্তের রাঙ্গা গোলাফ,
লক্ষ ফুলের রঙ্গলীলায় একটি চেনা রং।
বার মাসের কোকিল তুমি,
হাজার সুরের ঢং।
রঙ্গীন হতো জীবন অামার যদি তুমি কাছে অাস,
স্বার্তক হবে স্বপ্ন অামার, যদি
অামায় ভালবাস।।
৩০/০৯/২০১৭
উৎসর্গ- ষ্টি ভেজা সেই তুমি
সাইফুল ইসলাম মজুমদার
কোন এক রৌদ্রজ্জল দিনের শেষ বিকেলে,
ক্ষনিকের পাখি হয়ে তুমি এসেছিলে।
নাঙ্গা কেশী তুমি ভেসেছিলে সান্ধ হাওয়ায়,
তোমার সেই স্নিগ্ধ চাহনি তে
সেদিন, ভাসালে অামায়।
গ্রীষ্মের তাপদাহে তুমি এসেছিলে,
তুমি এসেছিলে হয়ে এক শীতল পরশ,
দেখেছিলাম সেদিন তোমায় এক নয়নে,
হারিয়ে গিয়েছ তুমি সেদিন,
কিন্তু তোমায় পেয়েছিনু অামি শয়নেস্বপনে!
বর্ষার ঝড়ো হাওয়া বলেছে অামায়
তোমার অাগমনী সংবাদ,
গাছের পাতারা খুসিতে নেছেছিল
তুমি অাসবে বলে,
অামিও হেসেছিনু সেদিন মেঘের সাথে তোমায় দেখার চলে।
শরতের প্রভাতে তুমি হেসেছিলে,
সূর্যের অাগমনী গান সেদিন তুমি গেয়েছিলে,
ভেবেচিনু তোমায় নিয়ে গাইবো সেদিন,
তা অার হলোনা সত্যি,
শুধুই শুনেছি তোমায়,
অাটকে তোমার মায়ার জালে।
হেমন্তের কোন এক বৃষ্টিভরা দুপুরে
তুমি ভিজেছিলে চুল খুলে,
বর্ষার শেষ বর্ষণটুকু স্বার্থক হয়েছিলো
তোমায় ভিজিয়েছিল বলে,
শুনেছিলাম, বৃষ্টিপোটার সাথে তোমার পায়ের নূপুর মিষ্টি সুরে বাজে।
ওগো তোমায় দেখেছিলাম সেদিন ডানা মেলা পরীর সাঝে।
তুমি এসেছিলে সেদিন হয়ে শীতের,
এক চিলতে রোদ,
তোমার হাসিতে সেদিন এমনে জেগেছিল এক মিষ্টি প্রেমের বোধ।
তুমি সেদিন খুলে দিয়েছ সুন্দরের যত বাঁধ,
বিশ্বাস কর,
তোমার প্রেমে পড়ে অামি করিনিকো অপরাধ।
তুমি বসন্তের রাঙ্গা গোলাফ,
লক্ষ ফুলের রঙ্গলীলায় একটি চেনা রং।
বার মাসের কোকিল তুমি,
হাজার সুরের ঢং।
রঙ্গীন হতো জীবন অামার যদি তুমি কাছে অাস,
স্বার্তক হবে স্বপ্ন অামার, যদি
অামায় ভালবাস।।
৩০/০৯/২০১৭
উৎসর্গ- ষ্টি ভেজা সেই তুমি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন