শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

তুমি বৃষ্টি হয়ে অাসবে-সাইফুল ইসলাম মজুমদার

অাজ বৃষ্টি।
বিকেলের সূর্য অাড়াল হওয়ার পর থেকে,
চারপাশ গ্রাস করেছে অাবছা অন্ধকার।
ধমকা হাওয়া সবকিচু লন্ডবন্ড করে দিচ্ছে পথে প্রান্তরে।
সহস্র মেঘ জড়ো হয়েছে গগনে,
অাকাশ পাতাল কাঁপিয়ে দিচ্ছে ভয়ংকর চিৎকার।

অাজ বৃষ্টি বার।
বাড়ির রমনিরা ব্যস্ত হয়ে উঠেছে অাঙ্গিনায়,
মেঘরাজি কেঁপে কেঁপে দুয়েক পোটা জল ঝরাচ্ছে।
পদতলের ধূলি অাজ অাকাশে বাতাসে।
পথিকেরা এদিক ওদিক উকি দিচ্ছে একটু
অাশ্রয়ের অাশায়।

অাজ বর্ষনের বেলায়,
বৃক্ষরাজি মেতে উঠেছে অানন্দে, সখা বাতাশের ঝাপ্টায়।
যত নর-নারি, পাখ-পাখালি  অাপন নিড়ে ফরেছে,
ঘরবিমুখ রয়েছি শুধু অামি দাঁড়িয়ে ঠায়।
অামি থমকে একা, সময় বয়ে যায়।

অাজ বৃষ্টি কেন জান?
অাজ নাকি মেঘকন্যার বিয়ে,
এইক্ষনে হয়তো মেঘরাজ করছে কন্যাদান।
বিদায়-অানন্দের এবেলায় রজকন্যার
চোখের জলে ভিজছি অামি,
ভেবেছি তোমায়।
ওগো অাজ ধমকা হাওয়ায় নাঙ্গা কেশে এসো ভেসে,
অামিযে এখনো অাছি তোমার অপেক্ষায়।

অাজ বৃষ্টির জলে ভিজে,
দুহাত অামার সামনে বাড়ানো,
এসো ওগো এসো,  করোনা দেরি।
অামি পথিমধ্যে এখনো অাছি তোমার অপেক্ষায়।
অাসতে তোমার ভুল হয়না যেন।

অাজ বর্ষনের রাতে,
চারপাশে ঝুমঝুম রব।
মাঝে মাঝে ভ্রম হয় অামার,
মনে হয় এই বুজি তুমি এলে!
একটু পরই অাবার দৃষ্টি প্রখর হয়,
ভাবি এতো শুধু অামার মনের অনুভব।

অামি জানি তুমি অাসবে,
তুমি অাসবে ভোরের বৃষ্টিভেজা ঘাস হয়ে।
তুমি অাসবে মেঘের অাড়ালে এক চিলতে রোধ হয়ে।
তুমি অাসবে বৃষ্টিপ্রাতের মৃদু বাতাশ হয়ে।
ওগো তুমি অামার জন্য অাবার রঙ্গা টিপে সাঝবে।।
তুমি অাসবে!!

০৪/০৩/২০১৭

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন