তোমার জন্য
সাইফুল ইসলাম মজুমদার
০৪/১১/২০১৭
সপ্ত অাকাশের সীমানা পেরিয়ে তোমায় চাইবো।
পৃথিবীর শেষ সীমানা মাড়িয়ে ও অামি তোমার রইবো।
স্বপ্নের ঘোরেও তোমার ভালবাসায় শীহরিত হবো,
তোমায় পাওয়ার ইচ্ছে নিয়ে প্রণয়ের গান গাইবো।।
বাতাসের ভেলায় চড়ে অাসবো অামি,
বৃষ্টির জল হয়ে তোমার চোঁয়া নিবো।
সূর্যের কিরন হয়ে অালো ছড়াবো অামি, বল
কোন সকালে, তোমার মিলনে অামি অাসবো??
কোকিলের নৃত্য হয়ে তোমার মন দোলাবো,
তীব্র নেশা ধরা সুরে তোমায় গান শোনাবো।
বসন্তের গোলাফ হয়ে অমি ফুটবো তামার জন্য।
তোমার জন্য হবো প্রেমিক পুরুষ,
অামি হবো তোমার জন্য বন্য।
ভোরের অালো হয়ে জ্বলবো অামি,
সূর্যের কিরন হয়ে স্পর্শ করবো তোমার দুষ্টু অাঁখি।
তোমার অাকাশে উড়বো শোনো,
তোমার ভালবাসা এ বুকে রাখি।।
তোমার জন্য অামার অামি,
তোমার জন্য যত অাশা।
তুমিই একমাত্র ললনা শুন,
পেতে অামার ভালবাসা।।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন