খোকন ঘুমে!!
সাইফুল ইসলাম মজুমদার
১০/১১/২০১৭
ডিং ডিং ডং ডং
খাকা তুমি উঠ,
তুমি তো জাদুর কনা,
ভোরের গোলাফ হয়ে
এবার তুমি ফুট।
সবার চোখে স্বপ্ন হয়ে
তুমি এসেছ,
জেগেছ হয়ে এক টুকরো চাঁদ।
তামার অাগমনে অাজ সবার মনে,
ভেঙ্গেছে খুসির বাঁধ।
মায়ের লক্ষি সোনা তুমি,
বাবার প্রাণের পাখি।
তোমার পানে চাইছি খোকা তুমি,
এবার খোল অাঁখি।
শত বছর বেঁচে থাক,
করি অাশির্বাদ।
তোমার মুখের হাসিতে অাসুক,
হাজার নতুন প্রাত।
খোকন ওরে উঠনা এবার,
বাড়িয়ে দে দুই হাত।
তোর পায়েতে করনা বুকে,
মিষ্টি মিষ্টি অাঘাত।
তোর চোখেতে স্বপ্ন দেখি
তোর মুখেতে অালো!
তুই যে অামার বাবুই পাখি,
তোকে ভাসি ভালো!!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন