অালোর পরশ
সাইফুল ইসলাম মজুমদার
(২২/০৯/২০১৭)
ভোরের প্রথম অালো তোমায় চুঁয়ে যাক,
অাছো যত গ্লানি অার ব্যাথাতুর সৃতি,
যাক মুছে যাক।
পুরাতন ঝেড়ে ফেলে নতুনের তরে,
চলার পথে হৃদয় তোমার কর্মস্পৃহা ফিরে পাক।
তোমার চরন ধূলায় ধন্য হবে পথ,
তোমার সফলতাই হবে তারুন্যের শপৎ।
ধরনী তোমার অপেক্ষায়
,হাতে নিয়ে যত তার হীরা হজরত।
রবির অাদতে তুমি জ্বলে উঠ ওরে,
জড়তা কাটাও দ্রুত,
থেকো না অার মিথ্যে ঘোরে।
তোমার পানে, চক্ষু বানে সহস্র পথিক তাকিয়ে রয়,
মনে রেখ, সত্যের পথে নেই জীবনের ক্ষয়।
জীবনের রাজপথে ছুটা বড় দায়,
যারা ছুটে ধরা তাদের জয়ধ্বনি গায়।
এসো তবে হবে তুমি নূতন এক গান,
পৃথিবী গাইবে তব তোমার জয়গান।।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন