রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

হারিয়ে যাবে?

হারিয়ে যাবে?
সাইফুল ইসলাম মজুমদার

হারিয়ে যাবে?
তবে হারিয়ে যাও,
পিছু ফিরে আর দেখোনা।

নিয়ে যাও সাথে
যত দু:খ কষ্টে ভরা স্বপ্নের ফোয়ারা গুলো,
ভালবাসাহীন রিক্ত হস্ত আর , এক মুঠো বেদনা।

তুমি হীনা বাতাশের গন্ধ শুকে
দিশেহারা হবোনা আর,
দিবা রাত্রি তোমায় নিয়ে স্বপ্ন দেখবোনা
থাকবেনা কোন ভয় আর,
তোমায় হারাবার।

তোমায় নিয়ে শ্রাবনের মেঘ দেখা
আর কভু হবেনাকো,
রাগ ভাঙাতে আর কেউ আসবেনা,
যদি বৃষ্টির জলে না ভেজার ব্যথায়
অভিমান করে থাকো!

পড়ন্ত বিকেলের বাড়ন্ত আঁধারে
তোমার হাতে কেউ সুখ খুঁজবেনা,
ওগো, তোমার র্স্পশে শীহরীত প্রাণে
কেউ আর প্রেম মাগবেনা।

পাখিদের গানে গানে
কিংবা দক্ষিনা হাওয়ায়,
শুনবেনা আর কেউ তোমার সুরের র্মুচনা
তোমার ভালবাসার খেলায় মেতে উঠে
করেছি যে ভূল আমি,
কর মোরে তার র্মাজনা।

সাগরকে দেখে শিখে নেব আমি
বিরহের বেদনা কি করে ভূলতে হয়,
যত ঘুমহীন রাত পুঁজি আমার ,
ঠিক চলে যাবে তোমায় ছাড়া,
শুধু মনে রেখ , সত্যিকারের ভালবাসা চিরকাল বেঁচে রয়।।

১০ই ডিসেম্বর,২০১৭
শ্রীবোররা,ফুলগাজী

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন