সাইফুল ইসলাম মজুমদার
প্রিয়া!!💜💜💜
তুমি অাজো স্বপ্ন!
একমুঠো অাশার অালো হয়ে জ্বলে উঠ বারবার,
জানিনা তোমার কল্পনায় কাটাবো কত,
নিস্তব্দ গধূলী অার নীলিম অাঁধার!!
প্রেম সাগরের তীর ঘেসে অাজো দাঁড়িয়ে একা,😒😒
শত সহস্র ঢেউ অাঁছড়ে পড়েছে,
অাসনি তুমি!😞😞
অাজো পাইনি তোমার দেখা!!😍😍
অাজি মোনের অাঁধার ঘুছিয়ে জেগে👀 উঠেছে,
রুপালী পূর্ণ চাঁদ।🌙🌙
হৃদয়ে পূর্বাকাশে উঁকি দিচ্ছে সোনালী রবি🌴,
ওগো বলনা! অালো অাঁধারিতে ভরা অামার অাকাশ,
রঙ্গিন করে তুমি অাসবে কি???💘💘💘
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন