সাইফুল ইসলাম মজুমদার
পৃথিবীর এক কোণে তুমি অার অামি
একসাথে একমনে হাটছি,
তোমার চাহনিতে সুখ খুঁজে নিয়েছি তাই
তোমার হাতে মোর হাত রেখেছি!
কথা দিলাম রাখবো ধরে, শক্ত করে,
দেব সুখের খোঁজ।
দু:খ সুখের এই পৃথিবী
দেখবো দুজন রোজ।
এক বালিশে থাকবো দুজন
রাখবো তোমায় সুখে,
স্বপ্ন ভেলা বাইবো তোমার
মাথা লয়ে বুকে😍
সন্ধা বেলার চাতক হবে
নিয়ে ভেজা অাঁখি,
ভয় পেওনা!!
তোমার ছবি এই হৃদয়ে
নিত্য এঁকে রাখি!😊
জীবন অামি দেব পাড়ি
তোমায় নিয়ে সাথে,
অামার জীবন গড়বে তুমি
স্নিগ্ধ সরল হাতে।
স্বপ্ন দেখবো এক চোখেতে
একই মনের ঘরে,
থাকবে নাতো অার কিচু যে
মোদের অঘোচরে।
মিষ্টি একটা ঘর থাকবে
অালোয় অালোয় ভরা,
মোদের অালোয় উঠবে মেতে
দূর অাকাশের তারা।।
💜নীলমনির জন্য💜
১১/০৩/২০১৮
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন