শনিবার, ৩১ মার্চ, ২০১৮

অভিমানী বাসন্তি

সাইফুল ইসলাম মজুমদার

অবিমানী বাসন্তি বল তুমি কার?
নিজের অজান্তে বেঁধেছ ঘর তুমি,
হৃদয়ে অামার😊

জ্বালাতন করি অামি,
যখন তখন।
বলে দাও তবে কি করবো?
বুঝবে কিভাবে তুমি এই ভবঘুরের,
তুমি কতযে অাপন!!

যত বল দূরে দূরে,
জটিল কঠিন সুরে
বুঝি গো অামি বুঝি😊,
তাইতো হৃদয়ের গভিরে,
বারে বারে,
খুঁজিগো তোমায় খুঁজি☺☺।

অাড়ালে অাবডালে লুকিয়ে থাক তুমি,
অন্ধকারের পারে বসে উঁকি মেরে চাও,
অামার তৃষ্ণা বাড়িয়ে বল,
কি যে সুখ পাও!!

তাতে যদি ভাল থাকো,
ভালো থেকো তবে,
শুধু মনে রেখ, এ হৃদয়ের মায়ার খাচায়
চিরকাল তুমি রবে💜

২২/২/২০১৮
গাজীপুর

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন