মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮

তরুন, তোমায় বলছি

অামি তোমায় বলছি!
শুনছ তো?
এখন সময় এসেছে অাবার,
চোখ কান খোলা রেখেছ তো??

যে পায় ভর দিয়ে হাটার কথা ছিল
সাফল্লের শেষ সীমানায়,
সে পায়ের রক্ত ঝরল কেন তবে,
রাতের এই মাঝবেলায়???

সময় এসেছে শুন তরুন
গড়ার প্রতিরোদ দুর্নিবার,
অন্যায়ের কাছে মাথা ণত কেন তবে,
এগিয়ে যাই অালোর নিশানা ধরে
হাতে হাত ধরে সবার!!

মোরা তরুন মোরা ছাত্র
একই রক্ত একই হাত,
অাজো থাকব তবে ঘরে বসে?
পায়ে যে অাজ মুক্ত, রক্ত জমাট!!

তোমার ঢাবি, অামার চবি
কুবি, ঢাপ্রপ্রবি
একই অঙ্গ
একই ছবি,
রক্ত ঝরে রাজ পথে অাজ,
মোরা ঘুমাইনি অাজো,
মোরা ঘুছাবো অাঁধার,
অানবো সোনালী রবি।

বাহান্নতে পরেছিলাম,
পেরেছিলাম একাত্তরে,
অাঠারো তে অাবার এলাম
অাজ বলবো কথা মুক খুলে!!

মুখ বন্ধ থাকবে না,
পারবে না অার রুখতে কেউ,
অত্যাচারী পারবে নাকো,
পাড়ি দিতে জনতার ঢেউ!!

      -সাইফুল ইসলাম মজুমদার
      #কোটা_সংস্কার_অান্দোলন_২০১৮
        রাত ৩:০০ টা


(অাসুন শেয়ার করে বিদ্রোহী কনিতার দাবানল ছড়িয়ে দেই সারাদেশে)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন