দোল দোল
সাইফুল ইসলাম মজুমদার
সাইফুল ইসলাম মজুমদার
দোলে দোল দোল
কে যে হাসে নিরালাতে,
ডুলে ডুলে কেশপাশে
কর্নফুল যুগল।
কে যে হাসে নিরালাতে,
ডুলে ডুলে কেশপাশে
কর্নফুল যুগল।
নাছে নাচে দেখ অাঁখি মেলে,
হাসে ছন্দ, নয় মন্দ
হেলেছে অাকাশ হায়,
মেঘ গর্জন অাজ তোমার পায়
বল বল এ সুধা তব কোথায় পেলে?
হাসে ছন্দ, নয় মন্দ
হেলেছে অাকাশ হায়,
মেঘ গর্জন অাজ তোমার পায়
বল বল এ সুধা তব কোথায় পেলে?
মেঘ চন্দে প্রেম নন্দে
মেঘরাযির অাড়ালে রোদ হাসে
মোন দুরন্ত অাজ তারে ভালবেসে
হৃদয় হারিয়ে যায় অাজ তাহারো দেশে!
মেঘরাযির অাড়ালে রোদ হাসে
মোন দুরন্ত অাজ তারে ভালবেসে
হৃদয় হারিয়ে যায় অাজ তাহারো দেশে!
নীল অাঁখি যেন পাখি
উড়ে বেড়ায় ডানা মেলে
পালক তাহার হয়েছে রঙ্গিন
প্রেমের নীল অাভায়,
বল বল তার প্রেমে কে না হারায়?
উড়ে বেড়ায় ডানা মেলে
পালক তাহার হয়েছে রঙ্গিন
প্রেমের নীল অাভায়,
বল বল তার প্রেমে কে না হারায়?
অামি বন্দি, চল করি সন্ধি
থেকো পাশে পাশে
নাছ নাছ তালে তালে হেলে দুলে
অামি অাছি যতদিন বাঁচি
বল, হারাবেনা দূরে কবু
ছিন্ন করে চির প্রেমোপলব্দি!!
থেকো পাশে পাশে
নাছ নাছ তালে তালে হেলে দুলে
অামি অাছি যতদিন বাঁচি
বল, হারাবেনা দূরে কবু
ছিন্ন করে চির প্রেমোপলব্দি!!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন