লোহিতপ্রেম
সাইফুল ইসলাম মজুমদার
কৃষ্ণচূড়ার ডাল অাজ হয়েছে লাল,
ফাগুনের রঙ অাজ তোমায় ছুঁয়েছে।
চারদিকে সাঁঝ সাঁঝ রব,
নির্মল গন্ধে বাতাশের নেশা পেয়েছে
কারন তেমার খোঁপায় অাজ বকুল ফুটেছে!
মৃদু হাওয়ার শিহরনে কেঁপে কেঁপে
তোমার অাঁখিতে হায় পড়ছে পলক।
তোমার হাতের লাল চুড়ি,
যেন ডাকছে মোরে শুন্যে উড়ি
ফিরে এসে অামি দাড়িয়ে ঠায়, অপলক!
নেশাতুর চোখ অাজ তোমার দেখায়,
ভুলেছে পথ সে, হারিয়েছে মন।
তোমার গলায় পুঁথির মালা,
দুহাতে প্রেমের থালা
নিজের অজ্ঞাতে হায় মোরে করেছো অাপন।
অাকাশের মেঘ অাজ গিয়াছে সরি,
চন্দ্র-সূর্য দেখছে তোমায় দুচোখ ভরি।
লাল পাড় শাড়ি তুমি জড়িয়েছ গায়,
কপালের লাল টিপ যেন বিকেলের চাঁদ
ভরিয়া উঠেছে এ বসন্তের সন্ধাবেলায়!
জীবনের রঙ অাজ ফুটে উঠেছে,
বর্ণালী হয়ে ছুটে এসেছে এবেলায়।
তেমার কানের দুলে প্রতিবিম্ব তার,
অালতা রাঙা পায় রুপ ফুটেছে অাবার
ওগো এ বাঁধনহারা রুপ লয়ে তুমি,
প্রিয়া হয়ে উঠেছো মোর সহসায়!
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন