মেঘলা রাতের ডাক
সাইফুল ইসলাম মজুমদার
এখন সন্ধ্যা পেরিয়ে রাত
অাকাশের নীল রঙ হারিয়ে গেছে মেঘের ওপারে
কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ঘুর্নির বেগ এ
তারা গুলো মিটি মিটি জ্বলছে
কে যেন অামার কানে প্রণয়ের বানী বলছে।
সন্ধ্যার পর থেকে থেকে মৃদু হাওয়া বইছে,
চারপাশে গাছগাছালি ঝিমিয়ে রয়েছে
যেন তারা কিসের ভজনায় রয়েছে রত
খোলা অাকাশের নিছে দাঁড়িয়ে অামি
কেঁপেছি বার শত,
এ যেন অাজ হীমরাজের দ্বার খুলেছে,
কে যেন অামার কানে কানে বলেছে।
অাকাশের শেষ কোনে একখানি তারা
কালো মেঘের সাথে যেন এদিক ওদিক ছুটছে
অান্ধকারের মাঝে যেন স্বপ্ন দেখছি অামি
দাঁড়িয়ে তুমি পাশে, হাতে ধরা হাত
এমনভাবে থাক যদি প্রিয়া সাথে মোর তবে
থাকবেনা কবু ব্যাথা অার রবে না কোন অবসাদ।
শির শির শিহরন পশমের গায়
অালোয় অাঁধারে হয়েছে মিতালী,
মেঘের গুঞ্জনে ফিরে দেখি বার বার
অামার চারপাশ, হয়তোবা তুমি
অামারি পাশে রয়েছো দাঁড়িয়ে ঠায়।
অবণত দৃষ্টি শূন্য ফিরে প্রতিবার
অনূভূতিতে হয়তোবা তুমি করছো রাজ
হয়তোবা দূরে থেকে তুলছো স্বপ্নে মোর প্রেমের অাওয়াজ।
মেঘের চিৎকার অার তোমার অারাধনা
অাজ হয়েছে একাকার,
একবার দেখো ডেকে প্রিয়া বাতাসে সওয়ার হয়ে,
ফিরে অাসবো অাবার।
১২ই অক্টোবর, ২০১৮
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন