সাইফুল ইসলাম মজুমদার
লাল পাড় সাদা শাড়ি
জড়িয়ে তোমার গায়,
তোমার, অালতা রাঙ্গা পদদ্বয়
ঠাই নিক অামার দুটি পায় 💟
হাঁটি হাঁটি পায় পায় যাব বহুদূর
সময় হবে শান্ত রঙিন
জীবন সুমধুর ❤
দুষ্টু মিষ্টি ঝগড়া হবে
হবে বনাবনি,
দিন শেষে অামি তোমার
তুমি, অামার নীলমনি😘
১৩/১২/২০১৮
ডুয়েট
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন