শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

তোমায় ভালোবাসি

অামি সাগরের নীল জলরাশি দেখেছি
অার দেখেছি তোমায়,
অামি বেরিয়েছিলাম অাকাশের নীল
অাবহের খোঁজে,
অবশেষে পেলাম তোমায়!
অাকাশ বাতাশ সাঙ্গ করে
গেলাম ছুটে সুউচ্ছ শৃঙ্গে,
সাগর-নদী দিলাম পাড়ি
খুজে নিলাম মায়াবতী নীল শাড়ি
দিনের শেষে বন্য -মুক্ত মোন অামার
অাটকালো নীল অাঁচল ফাঁদে
অন্ধকারে অামি যখন
হাতড়ে ফিরি অালো,
কালোর মাঝে নীলাব তোমায়
লাগে ভীষন ভালো।
তুমি অামার প্রথম সকাল
গধূলী নদীর পার,
তোমার নেশায় মাতাল হবো
হও যদিও তুমি, নীলিম অাঁধার
লোকে বলে,
নীল নাকি বেদনার রঙ!
অামি বলি,
অামার ভালোবাসা যদি হয় নীলাভ্রের মতো বিশাল,
তবে কার সাধ্য? 
অামায় নীলকষ্টের ভয় দেখায়?
নীল অধর, নীল অাঁখি
নীলাভ তোমার হাসি,
নীল রমনি, নীলমনি
অামি তোমায় ভালোবাসি

১৯/০১/২০১৯
কাজী নজরুল ইসলাম হল,
ডুয়েট

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন