বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

প্রণয়িনী


সাইফুল ইসলাম মজুমদার

অামি নীলাকাশের তারা হতে চেয়েছিনু,
বলেছিলে তুমি অাকাশটা যে তোমার!
অামি একলা দ্বীপে একলা থাকতে চেয়েছিনু,
বাঁধা দিয়ে বলেছিলে যত সব নীল জলরাসি সবি তোমার।
অাজ তুমি অামার হয়েছ বলে তাই লিখছি,
কিচুই নেই অার অাজ অামার হারাবার৷

সকালটায় অামি একলা একা ঘুমুচ্ছিলাম,
অামার অালসে ঘুমে বাধা দিয়ে বল্লে তুমি অার নয়!
"অামার মতো" সকাল টা নষ্ট করে দিলে তুমি,
তাই ভাবছি এমন সৌভাগ্য কয় জনের 😋

জীবনের দ্বিপ্রহরে একলা অামি
যখন খুঁজছি ফিরে কূল
জীবন নদীর দু পারে তুমি
ফুটলে হয়ে ফুল।

অামার একলা একা বিকেল গুলো
তোমার চোঁয়ায় রঙিন হলো,
তোমার অামার মিলন দেখে
গোধূলির ওই সূর্যটাও,
যেন মুখ লুকিয়ে হাসলো।

অামার সকাল গেল, বিকেল গেল সন্ধা হলো পার
ঘরে ফেরার কালে অামার থাকলো খোলা দ্বার
অামার একলা ঘরের একলা রাতি,
জ্বলছে প্রেমের বহ্নি
তুমি এলে ভরালে ঘর, দেখি স্বপ্ন রাশি রাশি
শূন্য ঘর অাজ পূর্ণ হলো, এলো অামার প্রণয়িনী!!

শ্রীবোররা মজুমদার বাড়ী
ফুলগাজী,ফেনী
২১/০৩/২০১৮

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন