বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

প্রেয়সী

প্রেয়সী
সাইফুল ইসলাম মজুমদার

অামি চেয়েছি তুমি খুবই সাধারন কেউ হও
যে ঘুছিয়ে কথা বলতে জানে না,
যে মুখ লুকিয়ে কাঁদতে জানে,
কিন্তু হাসিগুলোকে অাড়াল করতে পারনা!!

অতি সাধারন হবে তোমার ভঙ্গিমা
থাকবেনা কোন মিথ্যে অহমিকার দামামা,
সময়ের স্রোতে গা ভাসানো মানুষের কাতারে থাকবেনা তুমি।
বিশ্বাস কর,  থাকতে পারো তুমি চক্ষু বুজে,
হাজার ক্রোশ দূর থেকেও অামি
নেবো তোমায় খুঁজে।

অামি চেয়েছি তুমি নির্ভেজাল হও
তোমার কষ্টগুলো অামাকেও দিবে খানিকটা,
অামি চাই অামায় কেউ বুঝুক,
খোলস ছাড়িয়ে কুসুম টা
অার অামায় ভালোবাসুক পুরোটা।

অামি চাইনা তুমি নানান ক্ষনে
হারিয়ে থাকো হাজারো অাবরনে,
অামি চাই কেউ একজনকে
যে খুব শাড়ি পড়তে ভালোবাসে,
যে কালো চুল ছড়িয়ে দিয়ে মুক্তোর হাসি হাসে

তোমার জন্য অানবো চুপি চুপি,
নীল শাড়ি অার নীল কাঁচের চুড়ি!
হালকা দামের ঘাঢ় রঙের
পরবে তুমি শাড়ি,
তোমার কপালের নীল টিপের চোঁয়ায়
অামি স্বপ্নসাগর দেব পাড়ি।

খুব সাধারন হবে তোমার ইচ্ছে গুলো!
এক ঠোঙা বাদাম তুমি অাঁজলা পুরে,
নিবে হাসি মুখে,
অামাদের ভালোবাসা হবে শর্তহীন,
দেখবো তবে কে অামাদের রুখে!

খুবই সাদামাটা হবে তুমি,
গাঢ় লাল লিপস্টিক থাকবে ঠোঁটে
পাঁয়ে থাকবে একলা একা পায়েল!
বিশ্বাস কর, মেকাপহীন তোমার রুপে
অামি হবো ঘায়েল।

একটু করে রাগ করবে একটু অভিমান,
অাসবো কাছে যখন অামি শুনবো কথার বান।
কথা তোমার শেষ হবে, মুখে থাকবে রাগের রেশ।
বলবো অামি, অাছি অামি তোমায় নিয়ে বেশ!
চোঁখ লুকিয়ে হাসবে তুমি, ভাঙবে মান ক্ষন
সার্থকতায় পাবে অামার অালতো অালিঙ্গন!!

তেমার প্রতিটা নিশ্বাসের মানে বুঝে নিবো অামি,
অার তুমি অামার ইশারাগুলোর
সবচেয়ে ভালো অর্থ খুঁজে পাবে।
অতিশয় নির্মল তোমাকে চাই অামি
দিবা-সন্ধা-নিশী
তোমার পুরোটা চাই অামি, অামার প্রেয়সী!!

৪/০৪/২০১৯, মধ্যরাত ২ঃ০০
কাজী নজরুল ইসলাম হল,ডুয়েট

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন