"স্বাধীনতা আজ জর্দার কৌটা"
স্বাধীনত আজ জর্দার কৌটার কাঁপানো গর্জন।
পেট্রোল বোমায় পুড়ে যাওয়া, তীক্ত অভিজ্ঞতা অর্জন।
স্বাধীনতা আজ ৪৩ বছরের পুরোনো রক্তের নতুন দাগ।
আর কত বিসর্জন বাঙালি, একবার ভুলেও নাহি জাগ।
স্বাধীনতা আজ ইতিহাসের পাতায় ত্রিশ লক্ষের বন্যা।
লাল সবুজের পতাকা পোড়ানোর বস্মিভূত ধোঁয়া কান্না।
স্বাধীনতা আজ টাকায় কেনা, মানুষের বাঁচা- মরা।
আজো দেখি চোখের সামনে, কেঁড়ে নেয় জীবন ওরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন